11/12/2024 : 8:51 AM
অন্যান্য

পূর্ব বর্ধমানের ৯ বছরের কিশোরী করোনা আক্রান্ত : জেলা জুড়ে আতঙ্ক

স্টাফ রিপোর্টার, বর্ধমানঃ গত ১৯ এপ্রিল প্রথম পজিটিভ কেস পাওয়া যায় পূর্ব বর্ধমান জেলায়। তার ৫দিন পর, আজ ২৪ এপ্রিল পূর্ব বর্ধমানের দ্বিতীয় পজিটিভ কেস। এবার আক্রান্ত ৯ বছরের কিশোরী।

বর্ধমানের খন্ডঘোষের বাদুলিয়ায় যে ব্যক্তির দেহে করোনার সংক্রমণ মিলেছে। সেই ব্যক্তির সংস্পর্শে আসার কারণে করোনায় আক্রান্ত হয়েছে তাঁর ৯ বছরের ভাইঝি।

ঘটনায় প্রকাশ খণ্ডঘোষের বাদুলিয়ার বাসিন্দা ৪৩ বছর বয়সী ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসার পরই পরিবারের সকলকে কোয়ারিন্টনে পাঠানো হয় এবং তাদের রিপোর্ট করা হলে ৭ জনের নেগেটিভ এলেও তার ভায়ের মেয়ের রিপোর্ট পজিটিভ আসে।

গোটা ঘটনার জেরে করোনার উদ্বেগ এখন পাড়ায় পাড়ায়। সব এলাকা কার্যত সিল করে দিয়েছেন বাসিন্দারাই। পালা করে সেখানে পাহারা দিচ্ছেন এলাকার যুবকরা। কেউ বাইরে যেতে চাইলে কেন যাচ্ছেন জানতে চাইছেন বাসিন্দারাই। এসবের জেরে লক ডাউনে রাস্তায় বেরনোর হিড়িকও কমেছে অনেকটাই।

শুধু খন্ডোঘোষই এখন সমগ্র জেলা জুড়ে আতঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে।

চিত্রঃ কাল্পনিক

 

Related posts

পিরিয়ডের সময় নারীদের রোজার নিয়ম

E Zero Point

বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকের করোনা আক্রান্ত নিয়ে ভুয়ো পোস্ট করায় গ্রেফতার মহিলা

E Zero Point

এক নজরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ ও টুইট্

E Zero Point

মতামত দিন