বিশেষ প্রতিনিধিঃ করোনা হোক কি এমনি কোন সময় রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ সবসময়ই থাকে। আজ হুগলী জেলার সিঙ্গুর থানার গোপালনগরে আজ রেশনের চাল পাচার করতে গিয়ে এক রেশন ডিলার গ্রামবাসীদের হাতে ধরা পড়ে। পুলিশ এসে রেশন ডিলারকে থানায় নিয়ে যায়। অভিযোগ, ঐ রেশন ডিলার ১১০ বস্তা চাল সিঙ্গুরের কিষাণ মান্ডি থেকে গাড়িতে বোঝাই করে পালপাড়া এলাকায় এক আলু ব্যবসায়ীর বাড়িতে দশ বস্তা চাল নামায়। খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ এসে চাল সহ গাড়ি ও গাড়ির ড্রাইভার, খালাসি, এবং আলুর ব্যবসায়ীকে আটক করে।