12/02/2025 : 10:29 PM
অন্যান্য

পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে পাল্লারোডের বিভিন্ন ব্যাঙ্ক ও অফিসে স্যানিটাইজেশন

স্টাফ রিপোর্টার, মেমারিঃ পূর্ব বর্ধমানের করোনার সংক্রমনের হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, জেলার মানুষের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় আজ পল্লিমঙ্গল সমিতির উদ্যোগে পাল্লারোডের জনসমাগম এলাকা সহ স্টেটব্যাঙ্ক অফিস, এটিএম, ব্যাঙ্ক চত্বর সহ নানা অফিস স্যানিটাইজেশন করা হল। এছাড়াও বিভিন্ন অফিসিয়াল যানবাহন স্যানিটাইজেশন করা হয়।

পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানান যে, সমগ্র স্যানিটাইজেশন প্রক্রিয়াটি বিনামূল্যে করা হল। এই পরিষেবা মানবতার স্বার্থে যেখানে মানুষের যাতায়ত বেশি হয় সেইসব স্থানে নিয়মিত করা হবে। এছাড়াও তিনি জানান যে, ব্যক্তিগত ভাবে কেউ যদি তার বাড়ী অথবা অফিস স্যানিটাইজ করতে আগ্রহী হয় তাহলে স্বল্পমূল্যে এই পরিষেবা দেওয়া হবে।

 

Related posts

সামাজিক দূরত্বের বিধি মেনে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ মেমারি কলেজ পাড়ায়

E Zero Point

কুলগড়িয়া গার্লস হাই মাদ্রাসায় অভিভাবকদেরকে ত্রাণ সহযোগিতা

E Zero Point

“করোনা”য় কোরোনা ভয় কবি -কল‍্যানী চক্রবর্তী | আবৃত্তি – ব্রততী ঘোষ আলি

E Zero Point

মতামত দিন