16/01/2025 : 7:51 PM
অন্যান্য

আরও ৩ জন! পূর্ব বর্ধমানের আজ ৬ জন করোনা আক্রান্ত

বিশেষ প্রতিনিধি, মন্তেশ্বর ও কালনাঃ বিকালে হ‍্যাট্রিকের পর, রাতে আরো ৩ জন করোনার শিকার। আজ পূর্ব বর্ধমানের করনার ডাবল হ‍্যাট্রিক। এবার মন্তেশ্বরের এক দম্পতি ও কালনার এক পুলিশ কর্মী।

মন্তেশ্বরের লহনা এলাকার পরীযায়ী শ্রমিক দম্পতি দিল্লিতে জুয়েলারি প্রতিষ্ঠানে কাজ করতেন। গত ১৬ মে বিশেষ ট্রেনে ফিরেছিলেন এবং বর্ধমানের  কোয়ারেন্টাইন সেন্টারে তাঁদের লালা রসের নমুনা সংগ্রহ করা হয়। তারপর দম্পতিকে বাড়ি পাঠানো হয়েছিল। আজ করোনা পজিটিভ রিপোর্ট আসে।

অন্য দিকে কালনার সিমলা গ্রামের করোনা আক্রান্ত ব্যক্তি কলকাতা পুলিশে কর্মরত। কয়েকদিন আগে তার লালারসের নমুনা সংগ্রহ করা হয় এবং তারও রিপোর্টও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে।

জেলার সি.এম.এইচ.ও. প্রণব কুমার রায় বলেন, গত ২৪ ঘন্টায় জেলার ৬ জন  করোনা পজিটিভ হয়েছে। সকলকেই  দুর্গাপুরের সনোকা হাসপাতালে করোনা চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মন্তেশ্বর ও কালনার করোনা আক্রান্ত এলাকা দুটি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছেে।

আক্রান্তের সংস্পর্শে আসা পরিবারের সকলকেই জেলার কোয়ারিন্টনে পাঠানো হয়েছে। বাকীদের খোঁজ চলছে।

 

Related posts

করোনা ধর্ম, বর্ণ, ভাষা দেখে না! সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

E Zero Point

রাজ্যে করোনা হটস্পট হিসেবে ১০টি জায়গাকে চিহ্নিত করা হল

E Zero Point

কাটোয়ায় সুভাষ উৎসব

E Zero Point

মতামত দিন