06/06/2023 : 10:13 PM
অন্যান্য

আমফানঃ জামালপুর ব্লকে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

আহাম্মদ মির্জা, জামালপুরঃ গতকাল সুপার সাইক্লোন বা আমফানের ধ্বংসাত্মক রুপ প্রতিটি মানুষ স্বচক্ষে দেখেছেন।
পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাকে প্রায় তছনছ করে দিয়ে বয়ে গেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান।

ঠিক তেমনি সারা রাজ্যের সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বিভিন্ন অঞ্চল যেমন – চকদিঘি, জাড় গ্রাম, পাড়াতল- ১ এবং পাড়াতল -২, জামালপুর -২ অঞ্চল সহ জামালপুর ব্লকের বিভিন্ন এলাকা।

আজ সেই এলাকা গুলির পরিদর্শন করলেন জামালপুর ব্লকের বিডিও শুভংকর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন, পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, এবং বিডিএমও ফাল্গুনী মুখোপাধ্যায় সহ ব্লকের আধিকারিকরা। যে সমস্ত মাটির বাড়ির ক্ষতি হয়েছে, সেই সমস্ত পরিবারের সাথে কথা বলেন এবং তাদের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়, এবং প্রশাসনের পক্ষ হইতে পাশে সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

কিছু টেকনিক্যাল কারণে নিউজের প্রথম ছবি অন্য দেখাচ্ছে, খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে। আমরা দুঃখিত।

Related posts

আজ মধ্যরাত থেকে পুরো ভারত ২১ দিনের জন্য লকডাউন : প্রধানমন্ত্রী

E Zero Point

মেমারিতে বিজেপি কার্যকর্তাদের উদ্দ্যোগে ত্রাণ বিলি

E Zero Point

ফিরে আসার লড়াই – পেছিয়ে পড়ল সিপিএম

E Zero Point

মতামত দিন