কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৮
গতকাল আমাফান ঘূর্ণি ঝড়ের প্রভাবে নেটওয়ার্ক না থাকায় আজ “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” পোষ্ট করতে দেরী হয়ে গেল। । প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771 নাম্বারে পাঠাতে হবে। আজকের জন্য উত্তর আগামী কাল সকাল 10 টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে।
সাপ্তাহিক বিজেতার নাম আগামীকাল ঘোষণা করা হবে।
নিয়মাবলীঃ
১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ৮টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে
ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771
কুইজ প্রতিযোগিতা-৭- উত্তর
প্রশ্নঃ ভারতীয় মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কি?
উত্তরঃ -Apis Cerana Indica
সঠিক উত্তরদাতা
সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।
কুইজের খোঁজ খবর-৮
আজ থেকে ২৬ বছর আগে ১৯৯৪ সালে আজকের দিনে সুস্মিতা সেন প্রথম ভারতীয় হিসাবে মিস ইউনিভার্স খেতাব জেতেন। ঐ বছরেই ঐশ্বর্য রাই দ্বিতীয় ভারতীয় হিসাবে মিস ওয়ার্ল্ডও হয়েছিলেন।
আজকের বিষয়ঃ আন্তর্জাতিক সৌন্দর্য্য প্রতিযোগিতা
১। পৃথিবীর সেরা চারটি আন্তর্জাতিক সৌন্দর্য্য প্রতিযোগিতা কোনগুলি?
– মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস ইন্টারন্যাশনাল ও মিস আর্থ।
২। এদের মধ্যে সবথেকে পুরোনো কোনটি?
– মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা, ১৯৫১ সালে ব্রিটেনে শুরু হয়।
৩। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জনপ্রিয় motto বা স্লোগানটি কি?
– Beauty with a Purpose
৪। ২০১৯ সাল পর্যন্ত সবথেকে বেশি বার কোন দেশের প্রতিযোগিনী মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছেন?
– যুগ্মভাবে ভারত ও ভেনিজুয়েলা, ৬ বার
৫। মিস ইউনিভার্স প্রতিযোগিতার জনপ্রিয় motto বা স্লোগানটি কি?
– Confidently Beautiful
৬। মিস ইউনিভার্স প্রতির্যোগিতার সদর দপ্তর কোথায়?
– নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক।
৭। আন্তর্জাতিক সৌন্দর্য্য প্রতিযোগিতায় প্রথম ভারতীয় বিজয়িনী কে?
– রীতা ফারিয়া, ১৯৬৬ সালে মিস ওয়ার্ল্ড খেতাব
৮। সুস্মিতা সেন – ঐশ্বর্য রাই এর মত আরও একবার একই বছরে মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্স দুই খেতাবই ভারতের দখলে এসেছিল। কোন বছরে?
– ২০০০ সালে। মিস ইউনিভার্স- লারা দত্ত, মিস ওয়ার্ল্ড – প্রিয়াঙ্কা চোপড়া
৯। মিস ইন্টারন্যশনাল প্রতির্যোগিতায় এখনও পর্যন্ত কোনো ভারতীয় বিজয়ী হতে পারেননি। মিস আর্থ প্রতিযোগিতায় ভারত থেকে একজনই বিজয়ী হয়েছেন। তিনি কে?
– নিকোল এস্টেল ফারিয়া ( Nicole Estelle Faria) -২০১০ সালে।
১০। ২০১৮ সাল থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় Transgender বা রূপান্তরকামীরাও অংশগ্রহণ করার অধিকার পেয়েছেন। ঐ বছরে এই প্রতিযোগিতায় প্রথম রূপান্তরকামী প্রতিযোগী কে?
– অ্যাঞ্জেলা মারিয়া পন্স কামাকো (Angela Maria Ponce Camacho), স্পেন।
কুইজ প্রতিযোগিতা-৮
পাঠকের জন্য প্রশ্নঃ
প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড বিজেতা কে?
সঞ্চালকঃ অপূর্ব কুমার সু
কিছু টেকনিক্যাল কারণে নিউজের প্রথম ছবি অন্য দেখাচ্ছে, খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে। আমরা দুঃখিত।