20/06/2024 : 4:50 PM
অন্যান্য

জেলার জেলায় আমফানের তান্ডব, আগামী ৩ ঘণ্টায় ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝড় বইবে পূর্ব বর্ধমানেও

এম.কে. হিমুঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আমফাম তার রুদ্ররুপ দেখাতে শুরু করে দিয়েছে। সুন্দরবন এলাকা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় এখন তাণ্ডব চালাচ্ছে আমফাম।

শক্তিশালী আমফাম দক্ষিণ চব্বিশ পরগণায় ঝাঁপিয়ে পড়ার পর কলকাতা দিয়ে সর্বোচ্চ ১৩৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বয়ছে।

তবে শুধু কলকাতা, উত্তর বা দক্ষিণ চব্বিশ পরগণা নয় এবার আমফানের প্রবল ধাক্কায় জেরবার হবে বর্ধমান -মুর্শিদাবাদের মতো জেলাগুলিও ৷ সেখানেও প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে বইবে ঝড় ৷ আগামী তিন ঘণ্টায় এই জেলাগুলির ওপর দিয়ে বয়ে যাবে ঝড় ৷

ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেলার বিভিন্ন জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। কাঁচাবাড়ি ভেঙে পড়েছে অনেক জায়গায়।

হাওড়ার শালিমারে ঝড়ে উড়ে যাওয়া টিনের আঘাতে মৃত্যু হয় ১৩ বছরের এক কিশোরীর।  ৫৬ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে মিনাখায় ৷ নাম নুরজাহান বেওয়া ৷

কলকাতার একাধিক জায়গায় ভেঙে পড়েছে ২৭টি গাছ ৷ সব মিলিয়ে একেবারে লণ্ডভণ্ড অবস্থা ৷

এদিকে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বাজারে অশ্বত্থ গাছ ভেঙে পড়ে গুরুতর আহত হলেন ৩ জন। আহতদের মধ্যে ২ জন মহিলা। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

 

Related posts

পাঠকের কলম : লকডাউনে সামাজিক দূরত্ব থাকুক দুটি শরীরের মধ্যে, বুদ্ধিজীবি ও শ্রমজীবির মানসিকতার মধ্যে নয়

E Zero Point

এই ঘর বন্দিতে সাবধান! ঘন ঘন কটন বাডস কানে দিলে হতে পারে বিপদ

E Zero Point

অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : দ্বিতীয় পর্ব (সকাল-১১টা)

E Zero Point

মতামত দিন