কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১৬
আজ শুরু হল তৃতীয় সপ্তাহ। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771 নাম্বারে পাঠাতে হবে।
আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।
নিয়মাবলীঃ
১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে
ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771
কুইজ প্রতিযোগিতা-১৫- উত্তর
প্রশ্নঃ “The Last Supper” চিত্রটির দীর্ঘ একুশ বছর ব্যাপী বিশদ পুনরুজ্জীবন প্রক্রিয়ার কাজ কার তত্ত্বাবধানে হয়?
উত্তরঃ -পিনিন ব্রামবিলা বার্সিলোন (Pinin Brambilla Barcilon)
সঠিক উত্তরদাতা
সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।
কুইজের খোঁজ খবর-১৬
১৯৫৩ সালে আজকের দিনে শেরপা তেনজিং নোরগে এবং স্যার এডমন্ড হিলারি মাউন্ট এভারেস্ট জয় করেন। মানুষের অদম্য সাহস, ক্ষমতা ও ইচ্ছাশক্তির কাছে পদানত হয় প্রকৃতির গর্বোদ্ধত মিনার। বহু বছর ধরে বহু দক্ষ ও প্রশিক্ষিত পর্বতারোহীর থেকে মুখ ফিরিয়ে থেকেছে এভারেস্ট, এভারেস্টের পথেই হারিয়ে গেছেন অনেকে। অবশেষে এল বহুকাঙ্খিত জয়। পর্বত অভিযানের ইতিহাসে এটি একটি সোনালী অধ্যায়।
আজকের বিষয়ঃ তেনজিং নোরগে ও এডমন্ড হিলারির এভারেস্ট অভিযান
১। ১৯৫৩ সালের এই ব্রিটিশ মাউন্ট এভারেস্ট অভিযানের নেতৃত্বে কে ছিলেন?
– কর্নেল জন হান্ট
২। এই অভিযানের আয়োজন ও আর্থিক সহায়তায় কোন সংস্থা ছিল?
– Joint Himalayan Committee
৩। এই অভিযানের সদস্য সংখ্যা কত ছিল?
– পর্বতারোহী ১০ জন, মালবাহক ৩৫০ জন (মতান্তরে ৩৬২ জন) ও শেরপা ২০ জন
৪। তেনজিং নোরগের আসল নাম কি?
– Namgyal Wangdi
৫। কর্নেল জন হান্ট এভারেস্ট শৃঙ্গ জয়ের শেষ ধাপটির জন্য কতগুলি দল তৈরি করেছিলেন?
– দুই সদস্যের তিনটি দল (তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি দ্বিতীয় দলে ছিলেন)
৬। এভারেস্ট শৃঙ্গ জয়ের রাস্তায় সর্বশেষ ক্যাম্প কোথায় ছিল?
– সাউথ কোল, ২৫৯০০ ফুট (৭৮৯০ মিটার) উচ্চতায়
৭। প্রথম দলে ছিলেন টম বোর্ডিলন ও চার্লস্ ইভানস্। তাঁরা ২৬ শে মে সাউথ কোলের Camp VIII থেকে শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে রওনা দেন। তাঁরা এভারেস্ট শৃঙ্গ থেকে মাত্র ৩০০ ফুট (১০০ মিটার) দূর থেকে ফিরে আসতে বাধ্য হন কেন?
– ইভানসের ক্লোজড্ সার্কিট অক্সিজেন সেটে সমস্যা দেখা দেয়।
৮। দ্বিতীয় দল রওনা হয় ২৮ শে মে। এভেরেস্ট জয়ের আগের রাতটা তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি নিদ্রাহীনভাবে কাটান ছোট্ট একটি তাঁবুতে। কত উচ্চতায় ছিল সেই তাঁবু?
– ২৭৯০০ ফুট (৮৫০০ মিটার)
৯। ২৯ শে মে কখন এভারেস্ট চূড়ায় মানুষের পা পড়ে?
– সকাল ১১টা ৩০ মিনিটে
১০। তাঁরা পর্বতচূড়ায় কতক্ষণ ছিলেন?
– ১৫ মিনিট। হিলারি শৃঙ্গজয়ের প্রমাণ হিসাবে কিছু ছবি তোলেন। তেনজিং ঈশ্বরের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য কিছু মিষ্টি রেখে আসেন, হিলারি একটি ক্রশ বরফ চাপা দিয়ে দেন যেটা হান্ট তাঁকে দিয়েছিলেন
কুইজ প্রতিযোগিতা-১৬
পাঠকের জন্য প্রশ্নঃ
জেমস্ রামসে উলম্যানের সহযোগিতায় রচিত তেনজিং নোরগের আত্মজীবনীর নাম কি?
সঞ্চালকঃ অপূর্ব কুমার সু
1 টি মন্তব্য
আপনাদের আয়োজনে আমি অভিভূত