কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-২২
আজ শুরু হল তৃতীয় সপ্তাহ। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771 নাম্বারে পাঠাতে হবে।
আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।
নিয়মাবলীঃ
১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে
ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771
কুইজ প্রতিযোগিতা-২১- উত্তর
প্রশ্নঃ কোন বিখ্যাত সাইকেল দৌড়বিদ ১৯৯৯ সাল থেকে টানা সাতবার Tour de France জেতার পরেও ডোপিং-এ অভিযুক্ত হয়ে সকল পদক ফিরিয়ে দিতে বাধ্য হন?
উত্তরঃ ল্যান্স এডওয়ার্ড আর্মস্ট্রং, আমেরিকা
সঠিক উত্তরদাতা
সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।
কুইজের খোঁজ খবর-২২
অ্যলান অক্টাভিয়ান হিউম একজন জনদরদী সুপ্রশাসক, বিখ্যাত পক্ষীবিদ ও উদ্ভিদ বিশারদ এবং রাজনৈতিক সংস্কারক হলেও আমরা তাঁকে একটাই কারণে চিনি- তিনি পরাধীন ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অন্যতম প্রতিষ্ঠাতা। আজ তাঁর জন্মদিন।
আজকের বিষয়ঃ অ্যলান অক্টাভিয়ান হিউম
১। হিউম কত সালে ভারতে আসেন?
– ১৮৪৯ সালে
২। বেঙ্গল সিভিল সার্ভিসে ডিস্ট্রিক্ট অফিসার হিসেবে যোগদান করে হিউমের প্রথম কর্মস্থল কোথায় ছিল?
– এটাওয়া (Etawah), বর্তমানে উত্তরপ্রদেশে
৩। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় আত্মরক্ষার্থে হিউম কোথায় আশ্রয় নেন?
– আগ্রা ফোর্টে
৪। পাঠ্যপুস্তকের অপ্রতুলতা লক্ষ্য করে হিউম কৌর লছমন্ সিং-এর সহযোগিতায় একটি হিন্দি সাময়িকী (periodical) শুরু করেন। সাময়িকীটির কি নাম?
– লোকমিত্র
৫। Department of Revenue, Agriculture and Commerce-এর সেক্রেটারী হিসেবে ১৮৭৫ সালের ২৭ শে সেপ্টেম্বর ৫৬ নম্বর অর্ডারে স্বাক্ষর করে হিউম ভারতে কোন দপ্তরটি প্রতিষ্ঠা করেন?
– Meteorological Department (আবহাওয়া দপ্তর)
৬। পক্ষীবিদ হিসেবে হিউমের প্রকাশিত প্রথম বইতে ৪২২ পাতা জুড়ে ৮১ টি প্রজাতির পাখির বিবরণ আছে। বইটির নাম কি?
– My Scrap Book : or Rough Notes on Indian Oology and Ornithology (১৮৬৯)
৭। কোন ভাইসরয়ের বৈদেশিক ও জমি-কর নীতির কড়া সমালোচনা করায় হিউমের চাকরিতে পদের অবনতি ঘটে?
– লর্ড লিটন
৮। ১৮৮৩ সালের ১লা মার্চ হিউম একটি জাতীয় রাজনৈতিক সংগঠন গড়ে তোলার জন্য কোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন?
– কোলকাতা বিশ্ববিদ্যালয়
৯। ১৯১০ সালে হিউম ব্যক্তিগত উদ্যোগে ও W. H. Griffin-এর সহযোগিতায় যে উদ্ভিদ সংগ্রহশালা ও গ্রন্থাগার স্থাপন করেন তার নাম কি?
– South London Botanical Institute
১০। কত সালে ভারতীয় ডাক বিভাগ অ্যলান অক্টাভিয়ান হিউমের সম্মানার্থে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে?
– ১৯৭৩
কুইজ প্রতিযোগিতা-২২
পাঠকের জন্য প্রশ্নঃ
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে ও কোথায় হয়?
সাপ্তাহিক কুইজ বিজেতা সোনালী কাবাসীকে শুভেচ্ছা স্বরুপ ১০১/- টাকা দেওয়া হল।
সঞ্চালকঃ অপূর্ব কুমার সু