24/03/2025 : 1:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

রাজহাট তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপন মগরাতে

বিশেষ প্রতিনিধি, মগরাঃ রাজহাট তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মগরা রাজহাট মোড় অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবলার সৈয়দ রহিম নবি,প্রাক্তন ভারতীয় ফুটবলার স্বরূপ দাস, মগরা থানার এ.এস.আই রাজ কিরণ মুখোপাধ্যায়, এছাড়াও এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক ও ছাত্র ছাত্রীরা।উদ্যোক্তাদের পক্ষ থেকে রজত নিয়োগী জানান আম্পান ঝড়ে এলাকার বহু গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে,তাই বৃক্ষরোপনের মাধ্যমে এলাকার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন।

Related posts

সদ্য কংগ্রেসে যোগদানকারী শতাধিক পরিযায়ী শ্রমিকের তৃণমূল কংগ্রেসে যোগদান ভাতারে

E Zero Point

মেমারি লকডাউনঃ রাতে অযথা বাইক নিয়ে ঘোরাঘুরি, ২০ জন আটক

E Zero Point

ইন্দিরা গান্ধীর আত্মবলিদান দিবসে কংগ্রেসের মিছিল

E Zero Point

মতামত দিন