স্বদেশ মজুমদারঃ মেমারি বিধানসভার বাগিলা অঞ্চলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হলো। উপস্থিত ছিলেন মেমারি ১ নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী ও তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি, বাগিলা অঞ্চলের প্রধান অরিন্দম ঘোষাল ও বাগিলার পঞ্চায়েত সদস্যগন।
যুবনেতা নিত্যানন্দ ব্যানার্জী বলেন, একটি গাছ ফল-ফুল, অক্সিজেন, ঔষধ দেয় এছাড়াও বাসস্থান ও জ্বালানী দেয়, তবু মানুষ তাকে নির্বিচারে হত্যা করে। গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখে, মাটির ক্ষয় রোধ করে তবু দিনের পর দিন মানুষ তার অস্তিত্ব বিনাশ করে চলেছে। তাই আমরা বাগিলা অঞ্চলে প্রায় ১৫০০ গাছ লাগাবো এই সপ্তাহে।