27/04/2024 : 9:27 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

ভারতের অভয়ারণ্য (পর্ব-৩) :~কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৬ (চর্তুথ সপ্তাহ)

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-২৬

“কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।
আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


শুভেচ্ছা সহ ১০১/- টাকা ট্রান্সফার করা হল সাপ্তাহিক বিজয়ী ডঃ সায়ন ভট্টাচার্য -কে


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতাঃ সাপ্তাহিক বিজয়ী ডঃ সায়ন ভট্টাচার্য -কে জিরো পয়েন্ট এর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। (তৃতীয় সপ্তাহের প্রতিযোগিতায় ৩ জন সর্বোচ্চ উত্তরদাতা ছিলেন, আমরা সবক্ষেত্রে যিনি আগে উত্তর দিয়েছেন সেই মানদন্ডে বিজয়ী নির্ধারণ করা হল)

কুইজ প্রতিযোগিতা-২৫- উত্তর


প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যান কোনটি?
উত্তরঃ সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক

সঠিক উত্তরদাতা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-২৬

গত ৫ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। অনেক দেশেই ৫ থেকে ১১ই জুন পরিবেশ সপ্তাহ পালন করা হয়। ভারতেও কোনো কোনো রাজ্য পরিবেশ সপ্তাহ পালনের কর্মসূচী নেয়। স্কুল-কলেজ -ইউনিভার্সিটি -সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই বছর করোনা ভাইরাসের দাপটে তা করা সম্ভব হয়নি। আমরা প্রশ্নোত্তরে পরিবেশ সপ্তাহ পালন করব। পরিবেশ রক্ষার বিভিন্ন দিকের খোঁজখবর থাকবে সাতদিন। আজ তৃতীয় দিন।

পরিবেশ সপ্তাহ উদযাপন – পর্ব ৩
আজকের বিষয়ঃ ভারতের টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র সংরক্ষিত অরণ্য

১। পৃথিবীর মোট বাঘের শতকরা ৭০ ভাগের বসবাস কোন দেশে?
– ভারতে

২। ভারতে কতগুলি টাইগার রিজার্ভ আছে?
– ৫০ টি

৩। টাইগার রিজার্ভগুলি কোন প্রকল্পের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়?
– Tiger Protection Programme বা Project Tiger

৪। বাঘ সংরক্ষণ ও তার স্বাভাবিক বাসস্থান রক্ষার উদ্দেশ্যে ভারতে Project Tiger কর্মসূচী কবে শুরু হয়?
– ১৯৭৩ সালের এপ্রিল মাসে

৫। কতগুলি টাইগার রিজার্ভ নিয়ে Project Tiger-এর কর্মসূচী শুরু হয়?
– ৯টি

৬। সবথেকে বেশি টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে রয়েছে?
– মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র – ৬টি করে, এর মধ্যে পেঞ্চ টাইগার রিজার্ভ দুটি রাজ্যের সীমানায় অবস্থিত।
(# মধ্যপ্রদেশের Ratapani Tiger Reserve-এর অনুমোদন পেলেও এখনও কাজ শুরু হয়নি, এটি টাইগার রিজার্ভে উন্নীত হলে মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভের সংখ্যা হবে ৭টি)

৭। আয়তনে ভারতের সবথেকে বড় টাইগার রিজার্ভ কোনটি?
– নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা (৩২৯৬ বর্গ কিলোমিটার)

৮। কোর জোন ও বাফার জোন মিলে আয়তনে ভারতের সবথেকে ছোট টাইগার রিজার্ভ কোনটি?
– বোর টাইগার রিজার্ভ, মহারাষ্ট্র (১৩৮ বর্গ কিলোমিটার)

৯। All India Tiger Estimation- 2018 (বাঘসুমারি)-র রিপোর্ট অনুযায়ী ভারতে পরিণত বয়স্ক (১ বছরের বেশি) বাঘের সংখ্যা কত?
– ২৯৬৭

১০। ২০১৮ বাঘসুমারির রিপোর্ট অনুযায়ী ভারতে বাঘের সংখ্যায় কোন তিনটি রাজ্য শীর্ষে রয়েছে?
– মধ্যপ্রদেশ (৫২৬), কর্ণাটক (৫২৪) ও উত্তরাখণ্ড (৪৪২)

কুইজ প্রতিযোগিতা-২৬


পাঠকের জন্য প্রশ্নঃ

ভারতে বাঘসুমারি শুরু হয় ২০০৬ সালে। কত বছর অন্তর এই গণনা হয়?


অনেকেই বিভিন্ন গ্রুপে লিঙ্ক পাচ্ছেন না বলছেন তাই সকলের জন্য এই লিংকটা দেওয়া হল প্রতিদিন আপনারা এই লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” ।
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition



সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

মঙ্গলবারের পাঁচমিশালিঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৪৪ (অষ্টম সপ্তাহ)

E Zero Point

বিশ্ব রক্তদাতা দিবসঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৯ (পঞ্চম সপ্তাহ)

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

মতামত দিন