28/11/2022 : 5:56 PM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

করোনা আতঙ্কের মাঝেই বিয়ের খরচ বাঁচিয়ে দুঃস্থদের বস্ত্রদান মন্তেশ্বরে

কমল বড়া, পূর্ব বর্ধমান : করোনা ভাইরাসের কবলে পড়ে ত্রাহি ত্রাহি অবস্থা গোটা বিশ্বের | সব খানেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে | জীবনের স্বাভাবিক ছন্দই যেন হঠাৎ করেই থমকে গেছে |
তবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন মন্তেশ্বর থানার অন্তর্গত মাঝের গ্রামের এক তরুণ-তরুণী | করোনা আতঙ্কের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজনে | বর ও কনের বিয়ের সাজের সঙ্গে পরেছিলেন মাস্ক। বিয়ে বাড়িতে আমন্ত্রিত সকল অতিথিদের মুখেও মাস্কে ঢাকা ছিল |
সরকারিভাবে যেমন বিভিন্ন ধরনের জমায়েতে বাধা নিষেধ রয়েছে, তেমনি বিয়ের অনুষ্ঠানে কিছুটা ছাড় দেওয়ার হয় | তবু তারা বিয়ের অনুষ্ঠান কাটছাট করে বিয়ের দিন দুস্থ মানুষকে বস্ত্র দান করে নজির গড়লেন নব দম্পতি শুভেন্দু ও পর্ণা ভট্টাচার্য | সঙ্গে রাখা হয়েছিল হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক |
দম্পতির মতে বিয়ের মতো অনুষ্ঠানে মানুষের জন্য কিছু করার তাগিদেই এই আয়োজন করা হয়েছে | তারা আরো জানান, বিয়ের অনুষ্ঠানে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই আয়োজন বলে তারা জানান |
নব দম্পতির এই আয়োজনে প্রত্যেকেই খুশি |
তবে শুভেন্দু ও পর্ণা এই দুঃসময়ে যে নজির গড়লেন তা অনেককেই উৎসাহিত করবে তা বলার অপেক্ষা রাখে না।

Related posts

অভিনব ট্রাক্টর মিছিলের সাক্ষী থাকলো বাঁকুড়া

E Zero Point

মেমারিতে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা, গ্রামবাসী ভাঙচুর করলো বন্ধুর বাড়ি

E Zero Point

গরীবের পাশে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি

E Zero Point

মতামত দিন