07/12/2022 : 9:03 AM
BREAKING NEWS
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পঞ্চায়েত কর্মীদের ডেপুটেশন গলসীতে

শেখ নিজাম আলমঃ গলসি ১ নং ব্লকের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করলেন এলাকার নয়টি গ্রাম ৫৪ জন পঞ্চায়েতের কর্মচারী। তারপর গত ১৭ জুন বেলা সাড়ে বারোটা নাগাদ একটি ডেপুটেশন দেন গলসি ১ নং ব্লক বিডিও বিনয় কুমার মন্ডলকে। তাদের দাবী, ২০১৪ সাল থেকে পঞ্চায়েত কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের গচ্ছিত টাকার হিসেব দিচ্ছে না ব্লক প্রশাসন। বারে বারে জানানোর পরও কোন সুরাহা না মেলায় এদিন বিডিও অফিসের সামনে অবস্থানে বসেন তারা। তারা বলেন কর্মজীবনের সব চাইতে বড় পুঁজি, নিজেদের বাঁচার রসদকে নিয়ে ছেলেখেলা করছে ব্লক অফিসের কর্মীরা। তাদের কর্মীদের এখনও প্রযন্ত কতটাকা জমলো তার সুদ কত হল এইসব নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশায় রয়েছেন তারা। তবে বিডিও বিনয় কুমার মন্ডল তাদের সমস্যা সমাধানের দুইমাস সময় চেয়েছেন বলে জানান পঞ্চায়েত কর্মীরা।

Related posts

মগরায় ৭৫ তম স্বাধীনতা দিবসে বান্ধব সম্মিলনী ও লায়ন্স ক্লাবের আয়োজিত রক্তদান শিবির

E Zero Point

বৃদ্ধাশ্রমে বিজয়া সম্মেলন

E Zero Point

গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রীর

E Zero Point

মতামত দিন