28/11/2022 : 5:53 PM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গনাদনঘাটপূর্ব বর্ধমান

নাদনঘাটে সিটু রক্তদান শিবির মাঝখানে বন্ধঃ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

আলেক শেখঃ সামাজিক কাজ রক্তদান শিবিরও মাঝপথে বন্ধ করে দিল তৃণমূল।  এমনই অভিযোগ উঠলো শুক্রবার নাদনঘাট থানার দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের  হরিপুর  গ্রামে।  এদিন সি আই টি ইউ – পূর্বস্থলী এরিয়া সমন্বয় কমিটির উদ্যোগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে  রক্তদান শিবির ছিল। এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক  সুকান্ত কোনার। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– তাপস চ্যাটার্জি, দয়াল ঘোষ, প্রবীর মজুমদার, সুব্রত ভাওয়াল, ফিরোজ শেখ প্রমুখ।

৬ জন মহিলা সহ ৩৩ জন রক্তদান করার পর রক্ত গ্রহীতা সংস্থা কালনা মহকুমা হাসপাতালের  কর্মীরা হাত গুটিয়ে নেন। বলেন আর রক্ত নেওয়া যাবে না, কারন স্থানীয় এক তৃণমূল নেতা ফোন করে জানিয়েছেন শিবির এখনই বন্ধ করতে হবে। অজুহাত কাছেই হরিপুর আপার প্রাইমারি স্কুলে কোয়ারান্টিন  সেন্টার রয়েছে।  অতএব আর রক্ত নেওয়া যাবে না বলে  হরিপুর ত্যাগ করেন। অথচ তখনও ১৫\১৬ জন যুবক নাম লিখিয়ে রক্তদানের জন্য অপেক্ষা করছেন। দুটি স্কুলই আলাদা স্থানে অবস্থিত হওয়া সত্বেও তৃণমূল নেতার এক ফোনেই রক্ত সংগ্রাহক কর্মীরা শিবির বন্ধ করে দেন। অভিযোগ  আয়োজক সংগঠনের নেতৃত্বের।

Related posts

হাসপাতালের রোগীদের ফল বিতরণ মেমারিতে

E Zero Point

ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত এক মহিলা

E Zero Point

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভ কর্মসূচি পান্ডুয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের

E Zero Point

মতামত দিন