29/09/2023 : 11:49 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনার নিষিদ্ধপল্লীর ছেলে মেয়েদের পাশে মহিলারা

আলেক শেখঃ  কালনা শহরের নিষিদ্ধপল্লীর   ১০ বছরের নিচে শিশুদের  শনিবার পাশে দাঁড়ালেন  মহিলারা। ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির  কালনা শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে এদিন শতাধিক শিশুর পড়াশুনার করার সরঞ্জাম ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।  তুলে দেন সংগঠনের সভানেত্রী অঞ্জু কর, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন–অঞ্জলি মন্ডল, জনা মুখার্জি, মৃদুলা রায়, মনিপ্রভা ভাদুরী, মিত্রা ঘোষ প্রমুখ।  অঞ্জু কর এদিন বলেন–
টানা লকডাউন ও আমফান ঘূণি ঝরে মানুষের জীবন যখন বপর্যস্ত, কাজ নেই, রোজগার নেই। এই সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন বাম কর্মীরাই।   এই কর্মসূচী তারই অংশ মাত্র।  অন্যদিকে রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা রেশনের চাল লুট করছে, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে তাদের ক্ষতিপূরণের অর্থ পকেটস্থ করছে।   এমনকি হাওড়ার বাগনানে  শাসক দলের নেতার হাতে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির সময় তার মা বাধা দিয়ে খুন হন।  এক চরম অরাজগতার মধ্য দিয়ে চলছে এ দেশ ও রাজ্য।  এই অন্ধকারের যুগের অবসান ঘটাতে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।  সেই আন্দোলনে সব মানুষকে সামিল হতে হবে।

Related posts

অসুস্থ হনুমানের বাচ্ছা উদ্ধার

E Zero Point

দামোদরের জল ছাড়ার পরিমান বাড়লে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে

E Zero Point

মেমারিতে বাহা পুজো

E Zero Point

মতামত দিন