26/04/2024 : 7:21 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কাটোয়ার নন্দীগ্রামে পেট্রোল এবং ডিজেলের মুল্যবৃদ্বির প্রতিবাদে তৃণমূলের মিছিল

রাহুল রায়,কাটোয়াঃ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় কর্মীদের ৬ই জুলাই থেকে ১৩ ই জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচির নির্দেশ দেন। সেই নির্দেশ কে অক্ষরের অক্ষরের পালন করতে তৃণমূল কর্মীরা গত ৬জুলাই কেন্দ্রীয় সরকারের পেট্রোল এবং ডিজেলের মুল্যবৃদ্বির প্রতিবাদে নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের অফিস থেকে নন্দীগ্রাম শিবতলায় পর্যন্ত মিছিল করা হয়। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, পঞ্চায়েতের সদস্য রেখা বাগ, অঞ্চল নেতা চীরঞ্জীব রায়, গৌতম রেজ সহ তৃণমূলের কর্মীবৃন্দ। শিবতলার সামনে অবস্থা বিক্ষোভ কর্মসূচি করা হয়। কেন্দ্রীয় সরকার দিনের পর দিন একের পর এক অমানবিক সিদ্ধান্ত নিয়ে চলেছে জনগণের বিরুদ্ধে। রোজই বেড়ে চলেছে ডিজেল এবং পেট্রোলের দাম, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, আগামীদিনেও তৃণমূল কংগ্রেস তাদের নেত্রীর নির্দেশমতো পথেই চলবে।

Related posts

মেমারিতে সিআই অফিস উদ্বোধন

E Zero Point

দুর্গাপুজো উপলক্ষ্যে বস্ত্রবিতরণ বর্ধমানে

E Zero Point

ছাদ থেকে পড়ে পুলিশ কর্মীর মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী

E Zero Point

মতামত দিন