29/11/2023 : 3:56 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

মেমারি ও বাগনানে নারী নির্যাতনের প্রতিবাদ পূর্বস্থলীতে

আলেক শেখ, কালনা :  ভারতের ছাত্র ফেডারেশনের  পূর্বস্থলী লোকাল কমিটির  উদ্যোগে  গত ৬ জুলাই সোমবার  ছাতনী-জামালপুর  রাস্তায় নেমে প্রতিবাদ করে ছাত্ররা। তারা দাবি তোলে মেমারি স্টেশনের দৃষ্টিহীন বৃদ্ধাকে ধর্ষণের সঠিক তদন্ত ও  বাগনানের কিশোরী নির্যাতনকারী তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তী চাই।  এই কর্মসূচি ছাড়াও  বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে।   কর্মসূচির নেতৃত্ব  দেয় ছাত্রনেতা নয়ন দাস, বিকাশ  সূত্রধর প্রমূখ।

Related posts

বইপ্রেমীরা হতাশ, মেমারিতে বইমেলা শুরু হলো না

E Zero Point

ভাতার থানার সামনে বিক্ষোভ কর্মসূচি ভারতীয় জনতা পার্টির

E Zero Point

শক্তিগড় যুবগোষ্ঠীর সাহিত্যসভা

E Zero Point

মতামত দিন