আলেক শেখ, কালনা : ভারতের ছাত্র ফেডারেশনের পূর্বস্থলী লোকাল কমিটির উদ্যোগে গত ৬ জুলাই সোমবার ছাতনী-জামালপুর রাস্তায় নেমে প্রতিবাদ করে ছাত্ররা। তারা দাবি তোলে মেমারি স্টেশনের দৃষ্টিহীন বৃদ্ধাকে ধর্ষণের সঠিক তদন্ত ও বাগনানের কিশোরী নির্যাতনকারী তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তী চাই। এই কর্মসূচি ছাড়াও বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে। কর্মসূচির নেতৃত্ব দেয় ছাত্রনেতা নয়ন দাস, বিকাশ সূত্রধর প্রমূখ।
পূর্ববর্তী পোস্ট