28/04/2024 : 12:34 AM
উত্তর ২৪ পরগনা

বনগাঁয় আমফানে ক্ষতিগ্রস্ত স্কুলে আর্থিক সাহায্যের দাবীতে এ বি টি এর ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা, বনগাঁঃ আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্ত স্কুল গুলিকে আর্থিক সাহায্যের দাবিসহ বেশকিছু পেশাগত দাবিকে সামনে রেখে বনগাঁ এ ডিআই অফিসে ডেপুটেশন দিলেন এবিটিএর বনগাঁ মহকুমা শাখা।ডেপুটেশনে নেতৃবৃন্দ আমফানে ক্ষতিগ্রস্ত স্কুলগুলির তালিকার ক্ষেত্রে বেশ কিছু অস্বচ্ছতার অভিযোগ আনেন।তারা পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণের দাবি জানান।ক্ষতিগ্রস্ত স্কুলগুলো নিজস্ব খরচে কাজকর্ম শেষ করার পর সরকারি তহবিল প্রদান করার নীতির বিরোধিতা করেন এবিটিএ নেতৃবৃন্দ।নেতৃত্ব বলেন যেহেতু অধিকাংশ স্কুলের আর্থিক সঙ্গতি খুব কম সুতরাং এই নীতির ফলে অনেক ইস্কুলের ইচ্ছা থাকলেও মেরামতের কাজ সঠিক সময় করে উঠতে পারবে না।তারা স্কুলগুলোর এস্টিমেশন অনুযায়ী তদন্তসাপেক্ষে পূর্ণ অর্থ বরাদ্দ করার দাবি তোলেন।এছাড়াও ২০১৬ সালের পরে যারা অবসর গ্রহণ করেছেন,তাদের পে ফিক্সেশন এবং পেনশনের বিষয়টি ত্বরান্বিত করা,শূন্য পদে প্রাক অনুমতি প্রদান ও নিয়োগ,যে সমস্ত স্কুল কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছে সেগুলো নিয়মিত স্যানিটেশনসহ বিভিন্ন পেশাগত দাবিকে সামনে রেখে এই ডেপুটেশন দেয়া হয়।ডেপুটেশনে নেতৃত্ব দেন এবিটিএ বনগাঁ মহকুমা শাখার সভাপতি অশোক পাল,সম্পাদক প্রদীপ সরকার সহ নেতৃত্ব পীযূষ সাহা, কল্যাণ বৈরাগী,প্রসূন দাস, মহুয়া রায়চৌধুরী, গোষ্ঠ বিহারী বৈরাগী,প্রকাশ চক্রবর্তী প্রমুখ।

Related posts

উচ্চমাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকারী ক্ষেতমজুরের কন্যা সুপর্ণার পাশে শিক্ষক-শিক্ষিকারা

E Zero Point

সুন্দরবনের নিজের বিয়ে নিজেই রুখে দিলো নাবালিকা ছাত্রী

E Zero Point

৩৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে, নয়ানজুলি তে উল্টে গেল চার চাকার গাড়ি

E Zero Point

মতামত দিন