জিরো পয়েন্ট নিউজ – শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা, ৭ ডিসেম্বর, ২০২০:
উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার মিনাখা ও মাটিয়া থানা এলাকা থেকে বিক্ষিপ্তভাবে পুলিশ হানা দিয়ে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ ।
মিনাখা কুমারজোল গ্রাম পঞ্চায়েতের মালিয়ারি গ্রাম থেকে তিন মাদক পাচারকারী কে আজ রবিবার ভোর রাত্রে পুলিশ আধিকারিক তুষার বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সেখ মোফিজুল, কুতুব উদ্দিন গাজী, শেখ হাবিবুর রহমান এই তিনজনকে পাকড়াও করে।তাদের কাছথেকে উদ্ধার হয়েছে সাড়ে নয় লিটার তরল মাদক যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।
তার পাশাপাশি মাটিয়া থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদক এর নেতৃত্বে এক দল পুলিশ গিয়ে আজ ভোরবেলা মাটিয়া এলাকা থেকে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার রয়েছে গুলিভর্তি রিভলবার।
মাদক পাচারকারী ও দুষ্কৃতী সহ মোট চার জনকে আজ রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
মাদক পাচারকারীদের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে মাটিয়া ও মিনাখা থানার পুলিশ।