18/04/2024 : 6:58 AM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কাটোয়ায় কেন্দ্রীয়নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচী

রাহুল রায়, কাটোয়াঃ কো অপারেটিভ ব্যাঙ্ক বন্ধের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ মেঝিয়ারীতে | আজ মেঝিয়ারী কো অপারেটিভ ব্যাংকের সামনে কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে আওয়াজ তোলেন সংগঠনের নেতা কর্মীরা | এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল, ব্লক তৃণমূলের নেতা পিন্টু মন্ডল, জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতর প্রধান গৌতম ঘোষাল, কাটোয়া ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অচিন্ত্য মন্ডল সহ প্রমুখ।

তৃণমূলের এই  বিক্ষোভ কর্মসূচি থেকে নেতা কর্মীরা বলেন, কেন্দ্রের বিজেপি সরকার নিত্যদিন ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে এবারে রেল সহ কোল ইন্ডিয়া বেসরকারিকরণ করতে চলেছে | ফলে রাজ্য সহ দেশের জনগণ ক্ষতির মুখে পড়বে | রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কর্মী-সমর্থকরা এর বিরুদ্ধে পথে নেমেছে।

এই বিক্ষোভ কর্মসূচিতে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে জগদানন্দপুর অঞ্চলের প্রায় ১০০ জন পরিযায়ী শ্রমিক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আজকে প্রায় ১০০ জন পরিযায়ী শ্রমিকের হাতে দলের পতাকা তুলে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য ও জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতর প্রধান।

Related posts

রাতের অন্ধকারে মেমারিতে রেশন সামগ্রী পাচারের অভিযোগে ডিলার আটক

E Zero Point

রেল বিক্রির প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ পালসিটে

E Zero Point

বিডিওকে হুঁশিয়ারি-পালিয়ে বাঁচতে পারবেন নাঃ কালনা ও মন্তেশ্বর কৃষকসভার বিক্ষোভ

E Zero Point

মতামত দিন