জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১ অগস্ট ২০২০:
বাইকে বাইকে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয় । ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বর্ধমান নবদ্বীপ সড়কের নাদনঘাট থানার ভৈদড় পাড়ায । দুই বাইকে তিন আরোহীর বাড়ি নাদনঘাট থানার রাজিবপুর গ্রামে। আহত রেজওয়ানুর শেখ, সামিউল শেখ, আমিনুল শেখ কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।