25/04/2024 : 4:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মরা গাছ যেখানে মরণ ফাঁদ

জিরো পয়েন্ট নিউজ – অতনু ঘোষ, মেমারি, ৪ অগস্ট ২০২০:

মেমারি থানার অন্তর্গত জিটি রোড সড়কটি ক্রমেই মরণ ফাঁদে পরিণত হচ্ছে | সড়কের বিভিন্ন স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছগুলো সামান্য বাতাস বা ঝড়েই ভেঙে পড়ছে | আর এতে দুর্ঘটনায় পড়ছে পথচারী ও বিভিন্ন যানবাহন | এছাড়া ঐ সমস্ত মরা গাছের তলায় যেসব দোকানদারেরা রয়েছে তারাও বেশ আতঙ্কিত |
গত ৩ অগাষ্ট সকাল দশটা নাগাদ এক ট্রাক চালক বাগিলা ও মেমারির মাঝামাঝি জি়টি রোডের পাশ দিয়ে হেটে যাবার সময় হঠাৎ শুকনো গাছের ডাল ভেঙে গুরুতর জখম হন | এর ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি | প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি কোথায় জানা যায় যে, ওই ট্রাকচালক গাড়িটিকে রাস্তার পাশে রেখে চা খাবার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেটে যাবার সময় আচমকা ডাল ভেঙে পড়ে তার ওপর | এরপর আশেপাশের মানুষজন গুরুতর আহত ওই ব্যক্তিকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যায় |


সরেজমিনে দেখা গেছে, দেবীপুর বাগিলা মেমারি বিভিন্ন স্থানে রাস্তার দু’পাশে বিভিন্ন প্রজাতির বড় আকারের মৃত অথবা মৃতপ্রায় গাছগুলো শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে | যেকোন সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে এসব গাছ |
স্থানীয়রা বলছেন, বিশেষ করে রাতের আঁধারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো মরণ ফাঁদে পরিণত হয়। বিষয়টি মৌখিকভাবে একাধিকবার অবহিত করা হলেও এ নিয়ে স্থানীয় প্রশাসনের ‘কোনও মাথাব্যাথা নেই’ বলে জানিয়েছেন স্থানীয়রা |
তারা মনে করেন, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের উদাসীনতায় এত বড় দুর্ঘটনা ঘটে গেল বলে এলাকার মানুষ মনে করছে | অতএব কর্তৃপক্ষ যদি আগের থেকে এইসব মৃত গাছের সঠিক ব্যবস্থা গ্রহণ করতো, তবে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হতো |

Related posts

সুইসাইড নোট লিখে আত্মঘাতী সরকারি দপ্তরের সিকিউরিটি

E Zero Point

স্বাধীনতা দিবসের আগে ৫০টি বাইক আটক মেমারিতে

E Zero Point

“নারী সুরক্ষা অধিকার” শীর্ষক আলোচনা

E Zero Point

মতামত দিন