27/04/2024 : 5:57 AM
আমার দেশ

চতুর্দশ ভারত-সিঙ্গাপুর প্রতিরক্ষা নীতি সম্পর্কিত বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২৮ অগাষ্ট, ২০২০:


চতুর্দশ ভারত-সিঙ্গাপুর প্রতিরক্ষা নীতি সম্পর্কিত আলোচনা আজ ভিডিও কনফারেন্সে আয়োজিত হয়। বৈঠকে যৌথভাবে পৌরহিত্য করেন ভারতের প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার এবং সিঙ্গাপুরের স্থায়ী প্রতিরক্ষা বিষয়ক সচিব মিঃ চ্যান হেঙ কি। উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই এই সহযোগিতাকে আরও নিবিড় করার ব্যাপারে সম্মত হয়েছে। বৈঠক শেষে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে মানবিক সাহায্য ও বিপর্যয় ত্রাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

Related posts

গুজরাটের জামনগরে, ‘সামাজিক অধিকারিতা শিবিরে’ আগামিকাল ৩৮০৫ জন দিব্যাঙ্গ ব্যক্তির হাতে সহায়ক সামগ্রী তুলে দেওয়া হবে

E Zero Point

তেল আমদানির উপর করোনার প্রভাব

E Zero Point

এখন কেমন আছেন ‘ভারতের কোকিল কন্ঠী’?

E Zero Point

মতামত দিন