29/03/2024 : 7:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

নন্দাই ব্রিজে ট্রাক ফেঁসে দুর্ভোগ

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, পূর্বস্থলী, ৯ সেপ্টেম্বর ২০২০:


এস টি কে সড়ক সম্প্রসারণ শুরু হওয়ার পর থেকেই এই সড়কের অবস্থা ভয়াবহ ওঠে।  ধুলো বালি ওড়া, খানাখন্দে ভরে ওঠা, দুর্ঘটনা একটার পর একটা লেগে থাকা কোনটাই বাদ নেই।      তারই মধ্যে বুধবার সকালের দিকে এই সড়কের মাঝে  অবস্থিত নান্দাই সেতুতে ফেঁসে গেল একটি মাল বোঝাায় ট্রাক।  ফলে বেশ কয়েক ঘন্টা বন্ধ হয়ে যায় বড় বড় ট্রাকের চলাচল।উল্লেখ্য গত ৭ জানুয়ারি কালনা মহাকুমা শাসক দপ্তরে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় পি ডব্লিউ ডি (সড়ক) এর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ঘোষণা করেন—-দেড় বছরের মধ্যেই এস টি কে কে সড়ক সম্প্রসারণের কাজ শেষ হবে। গুপ্তিপাড়া থেকে ছাতনী ৫৫ কিমি সড়ক সম্প্রসারনের জন্য বরাদ্দ ১৭৫ কোটি টাকা। এই কাজে সময় দেওয়া হয়েছে দুই বছর, তার মধ্যে ইতিমধ্যেই ছয় মাসের কাজ হয়েছে। আর দের বছরের মধ্যেই বাকি কাজটি শেষ হবে। সড়কটি সর্বত্র চওড়া হবে ১০ মিটার। ঘোষণা মোতাবেক এই সড়কের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে ঠিকই। কিন্তু সেই কাজ শম্বুক গতিতে চলছে।  মানুষের দুর্ভোগ প্রথম থেকেই শুরু হয়েছে। আর এখন সেই দুর্ভোগের মাত্রা কোভিডের গতিতে বেড়েছে। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারাও একের পর এক সড়ক অবরোধ করে গেছে, আর প্রশাসনের পক্ষ থেকেও তালে তাল মিলিয়ে শোনানো হয়েছে  সড়কের হাল ফেরানোর আশ্বাস বাণী। কিন্তু এস টি কে কে সড়কের অবস্থা যে তিমিরে ছিল, সেই তিমিরেই  আছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।  বুধবার নন্দাই সেতু আরো মানুষের দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিল।  খড়ি নদীর উপর এই সেতুর  উত্তর প্রান্তে পূর্বস্থলী-১ ব্লক  এবং দক্ষিণ প্রান্তে কালনা-১ ব্লক অবস্থিত ।  সেতুটির দুই  প্রান্তই খুবই খানাখন্দের জন্য ভয়াবহ হয়ে উঠেছে। এলাকাবাসীদের আশঙ্কা যেকোনো সময় এই সেতুতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Related posts

সড়ক দুর্ঘটনায় নিহত মেমারির যুবক

E Zero Point

আসানসোলে উন্নয়ন মুলক কাজের উদ্বোধনে মন্ত্রী

E Zero Point

তিরুপতি কোল্ডস্টোরেজঃ ক্ষতিপূরণের দাবীতে হাইওয়ে অবরোধ চাষীদের

E Zero Point

মতামত দিন