27/04/2024 : 6:13 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ অমর কথাশিল্পী



করকাশ্রী চট্টপাধ্যায় (শিলাবৃষ্টি)


যখন রবি মধ্যগগন ছায়
তখন চন্দ্রোদয়……
সে-চন্দ্র– শরৎচন্দ্র,
করেছে বিশ্ব জয় ।
ভুবনমোহিনী কোল আলো করে
হুগলী জেলার গ্রামে…
জন্ম নিলেন কথাশিল্পী
শরৎচন্দ্র নামে ।
দেবানন্দপুর,ভাগলপুরে
কেটেছে তাঁর শৈশব ,
“অণিলা দেবী”- ছদ্মনামে
লেখনিতে বৈভব।
উনিশ’শ তিনে “মন্দির” লিখে
জনপ্রিয়তা পান ,
গণজীবনের রূপকার তিনি-
বাঙালীর সম্মান।
আঁধার ঘরের আলোর দিশাই
দেখিয়েছ তুমি বার বার,
সংসারে যারা পেলনা কিছুই …
পতিতা নারীর কান্নার…
নিখুঁত চিত্র এঁকেছ যে তুমি ;
বঞ্চিতা দুর্বল…
মানুষের অবহেলায় যারা
ফেলেছে অশ্রুজল।
ঈর্ষা,কলহ ,গ্লানি ,বিকার,
অভাবের তাড়নায় –
গ্রাম নির্ভর সমাজ জীবনে
দারিদ্র্য-যাতনায়…
দরদী মনের গভীর গোপনে
বেদনা -অশ্রু-বারি ,
বামুনের মেয়ে, রাজলক্ষ্মী,
অরক্ষণীয়া নারী।
তাদের যাতনা পেয়েছে মূল্য ;
মরমী মনের ভাষা,
দরদী শিল্পী নিরাশার মাঝে
রেখেছেন কিছু আশা ।
“রামের সুমতি “, বিন্দুর ছেলে”
মাতৃ হৃদয়ে সাড়া,
“বড়দিদি” নামে বড় গল্পটি,
বাঙালীর মন কাড়া।
কিরণময়ী, চন্দ্রমুখীর
ভাষাহীণ ক্রন্দন ,
অবর্ণনীয় কলমের ঘায়ে –
শুনলো মানব মন।
চির বঞ্চিত বাণীহারেদের –
অশ্রুর নির্বেদ …
শরৎবাবুর উপন্যাসেই
দুঃখ খানিক ছেদ।
উজাড় করেই দিয়েছেন তিনি
বাঙালির ঘরে ঘরে
গ্রামবাসীরাই চেনেনি তাঁকে
থেকেছে অন্ধকারে।
হায়রে মানব ,হায়রে অন্ধ
চোখে ঠুলি ছিলে পরে,
নয়ন মেলে দেখে যাও এসে-
জয় তাঁর ঘরে ঘরে।
সর্বকালের ,সর্বজনের
অমর স্রষ্টা তুমি!
মরণের কালো যবনিকা এসে
কাড়েনি তোমার ভূমি।।♥

Related posts

বর্ষপূর্তিতে মেতে উঠল ‘খোলা জানালা’

E Zero Point

প্রকাশিত হলো ‘আমরা দশভুজা’ সাহিত্য পরিবারের বৈশাখী সংখ্যা

E Zero Point

e-জিরো পয়েন্ট – আষাঢ় ১৪২৭ (আষাঢ়ে ভূতের  আড্ডা)

E Zero Point

মতামত দিন