শাহরুখ খানের প্রযোজনায় ‘বাদলা’র মতো হিট সিনেমায় অভিনয় করেছেন তাপসী পান্নু। তারা যদি নায়ক-নায়িকা হয়ে পর্দা ভাগাভাগি করেন কেমন হয় বলুন তো? এবার সামনে এসেছে এমন প্রশ্ন।
রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে অভিনয় করছেন শাহরুখ। এক অভিবাসী ভারতীয়ের চরিত্রে দেখা যাবে ছবির নায়ককে। এতে নাকি তাপসী অভিনয় করবেন শাহরুখের বিপরীতে।
অবশ্য বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়ে রয়েছে, আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বলিউডে এ সময়ের অন্যতম মেধাবী অভিনেত্রী তাপসী। প্রথাগত নায়িকার ধ্যান-ধারণায় বিশ্বাসী নন তিনি, চরিত্রের দিকেই তার মনোযোগ। সে দিক থেকে শাহরুখের সঙ্গে শক্তিশালী কোনো চরিত্র ভাগাভাগি করলে বিষয়টি দারুণই হবে। অন্তত দুজনের ভক্তরা এমনটাই ভাবছেন।
অভিনয়ের পাশাপাশি নানান অনিয়ম নিয়ে বরাবরই সোচ্চার তাপসী। সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করার প্রতিবাদে রাজ্যসভায় জয়া বচ্চন ক্ষোভ প্রকাশ করলে তার পক্ষ নিয়ে টুইট করেন ‘পিংক’-খ্যাত অভিনেত্রী। তাপসী বলেন, ‘‘ইন্ডাস্ট্রি থেকে আবার একজন নারীই মুখ খুললেন।’’ এর মাধ্যমে বলিউডের সুবিধাবাদী শ্রেণিকে একহাত নিলেন তিনি।