19/04/2024 : 11:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

এবার ইলিশ চাষ হবে পূর্ব বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৮ অক্টোবর, ২০২০:


আগামী ২৫ শে ডিসেম্বর রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে খাল বিল উৎসবে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বাশ দহবিলে মণিপুরী পেংবা ইলিশ মাছ ছাড়া হবে ঘোষণা করেন মন্ত্রী স্বপন দেবনাথ।  ইতিমধ্যে রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচ করে বাঁশদহ বিল সংস্কার করেছ। আর এর পরেই খাল বিলে চুনো মাছকে বাঁচানোর জন্যই এই খাল বিল সংস্কার। প্রসঙ্গগত উল্লেখ্য স্থানীয় মৎস্যজীবীদের উপার্জনের দিশা দিতেই এই ভাবনা মৎস্য দপ্তরের। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনার সাথে এই বিষয় নিয়ে কথা অনেকটাই এগিয়েছে বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ।

মণিপুরী এই ইলিশ স্বাদে গন্ধে ইলিশের সমতুল্য এবং দামও অনেক কম। তাই সাধারণ মানুষের নাগালের মধ্যেই মিলবে এই ইলিশ। সেই উদ্দেশ্যেই পাঁচ কুইন্টাল পেংবা ইলিশের চারা ছাড়ার ভাবনা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ।

Related posts

উচ্চমাধ্যমিকের নম্বর বাড়ানোর দাবীতে শিক্ষকদের তালা, ভাঙ্গচুর

E Zero Point

মেমারিতে ব্রহ্মা পুজো

E Zero Point

জগদ্ধাত্রী পূজা উপলক্ষে শীত বস্ত্র বিতরণ

E Zero Point

মতামত দিন