27/04/2024 : 6:31 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জমিয়তে উলামার বৃক্ষরোপন কর্মসূচী

জিরো পয়েন্ট নিউজ – সাহিদুল ইসলাম, কালনা, ২৫ অক্টোবর ২০২০:


বর্তমানে আমাদের দেশে অধিক পরিমান গাছ কাটার ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কিন্ত সেই তুলনায় বৃক্ষ রোপন করা হচ্ছে না। ফলে পৃথিবীতে আদ্রতা বৃদ্ধি পাচ্ছে। পশু, পাখির অভয়ারন্য হ্রাস পাচ্ছে। পরিবেশকে এমন বিরুপ পরিস্থিতির হাত থেকে বাঁচাতে জমিয়তে উলামার সহজপুর শাখার উদ্যোগে কালনা ১ নম্বর ব্লকের অধীন সহজপুর বাজার চৌমাথা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল।

এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা জমিয়তে উলামার সম্পাদক হজরত মাওলানা ইমতিয়াজ আলী,  সমাজসেবী কমলেন্দু বিকাশ ত্রিবেদী, সমাজসেবী আলতাফ হোসেন মন্ডল,  বিশিষ্ট শিক্ষক দিলীপ প্রারামানিক, বিশিষ্ট শিক্ষক মহিবুল্লাহ শেখ,  হাজী আমির আলী মন্ডল, সম্পাদক সহজপুর মাদ্রাসা, মুফতি ফজলে আমিন মন্ডল, সম্পাদক সহজপুর শাখা জমিয়তে উলামা, মাওলানা জাকির হোসেন, মাওলানা আল আমিন,সহ অন্যান্যরা।

Related posts

দুর্গাপুরে রবীন্দ্র নজরুল সন্ধ্যা

E Zero Point

জামালপুরের জৌগ্রাম এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ

E Zero Point

গাছে ঝুলন্ত অবস্থায় যুগলের মৃতদেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন