17/04/2024 : 2:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

সহায়ক মূল্যের ধান ক্রয়ের টোকেন দুর্নীতি

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৬ নভেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার কৃষক বাজারে সরকারিভাবে সহায়ক মূল্যের ধান ক্রয় করা হচ্ছে।
সেই ধান বিক্রয় করতে গেলে চাষীকে টোকেন সংগ্রহ করতে হচ্ছে কিষান মান্ডি থেকে । কিন্তু প্রকৃত যারা চাষী প্রতিদিনই তাদেরকে ফিরে যেতে হচ্ছে ।অভিযোগ ৩০ জনকে টোকেন দেওয়া হয়। কিন্তু কৃষকরা যখন আসেন তখন দেখছেন প্রতিদিনই ত্রিশটি চাষির নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে সাতসকালেই ।এই অভিযোগে আজ ব্যাপক উত্তাল হয়ে উঠল ভাতার কৃষক বাজার।

এই অভিযোগ তুলে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের ভাতার বাজারে কৃষিমাণ্ডিতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন কৃষকরা।ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। এদিন দেখা যায় শতাধিক কৃষক টোকেন না পেয়ে বিক্ষোভ শুরু করেন।পরে খাদ্যদফতরের আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ ওঠে। কি কারণে এই ঘটনা ঘটছে তদন্তের দাবি জানাচ্ছেন চাষীরা।
ভাতার ব্লকের কৃষক স্বরূপ সরকার জানান, আজ তিনদিন আসছি টোকেন সংগ্রহ করতে ।কিন্তু প্রতিদিনই ফিরে যেতে হচ্ছে। এই টোকেন নিয়ে দারুণ জালিয়াতি হচ্ছে আমার মনে হয় ।কারণ যত ভোরেই আসছি নাম পূরণ হয়ে যাচ্ছে। অথচ কাউন্টারে মাত্র দুই থেকে তিনজন চাষী থাকছেন। আমরা চাই সরকারের সঠিক তদন্ত করুন।

Related posts

৯৯ বছরের প্রাক্তন জওয়ান করোনা যুদ্ধ জয় করে ডায়মন্ড হারবার ফিরলেন

E Zero Point

মেমারি-মন্তেশ্বরের করোনা আক্রান্তের পাশে রেড ভলেন্টিয়ার

E Zero Point

মেমারিতে রেল গেট পরিদর্শনে রেল আধিকারিক

E Zero Point

মতামত দিন