06/05/2025 : 10:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের চক জনকল্যাণ সংঘের উদ্যোগে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত । ১৬ টি দল অংশগ্রহণ করেছিল খেলায়।

খেলাটি শুরু হয় সন্ধ্যা ছটা থেকে। সারা রাত্রি ধরে এই টুর্নামেন্ট।

ক্লাবের সদস্য শেখ ইনামুল হক জানান, দিনদিন কাবাডি খেলার ইচ্ছা মানুষের কমে যাচ্ছে। মোবাইল ফোনের দিকে মানুষের ঝোঁক বেড়ে যাচ্ছে । কাবাডি প্রতিযোগিতা করে যাতে করে পুনরায় কাবাডি খেলা কে ফিরিয়ে আনা যায় সেই উদ্দেশ্যে আমরা এই কাবাডি প্রতিযোগিতা আয়োজন করেছি। পাশাপাশি এখানে জয়ী দলকে ৪০ কিলো মুরগি,সহ ট্রফি ও বিজয়ী দলকে ৩০ কেজি মুরগি সহ ট্রফি দেয়া হবে। খেলা খুব সুন্দর হয়েছে।

কাবাডি খেলার ফলাফল
ফাইনালে উঠে মঙ্গলকোট ব্লক এর নোয়াপাড়া একাদশ বনাম ভাতার ব্লকের পাটনা একাদশ।
ফাইনালে 30/34 পয়েন্টে পাটনা কে পরাজিত করে নোয়াপাড়া। অর্থাৎ 4 পয়েন্টে নোয়াপাড়া জয়লাভ করে।

Related posts

সাতসকালে যাত্রীবোঝাই বাস নেমে গেল নয়ানজুলিতে, আহত ৫

E Zero Point

মেমারিতে ডাকাত সন্দেহে গ্রেপ্তার

E Zero Point

তৃণমূলে ফিরছেন সাংসদ সুনীল মন্ডল? তৃণমূল কংগ্রেস কর্মীরা কোন চোখে দেখবেন?

E Zero Point

মতামত দিন