জিরো পয়েন্ট নিউজ – কৌশিক চ্যাটার্জী, মেমারি, ২৮ মে ২০২৪ :
পূর্ব বর্ধমান জেলার মেমারি কদমপুকুরস্থিত মহামায় আইসক্রিম কারখানার মালিক বিশিষ্ট ব্যবসায়ী রামচন্দ্র মাহাতোর মর্মান্তিক মৃত্যু হলো। সোমবার সারাদিনই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মেমারি শহরে অল্পবিস্তর ঝড় ও বৃষ্টি হয় আর তার মধ্যেই এই মর্মান্তিক মৃত্যু। পরিবার সূত্রে জানা যায় আইসক্রিম কারখানায় আইসক্রিম গাড়িতে চার্জ দেওয়া অবস্থায় একটি গাড়িকে টাচ করার সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যান রামচন্দ্র মাহাতো। অবস্থার অবনতি হওয়ায় কারখানার কর্মচারীরা সঙ্গে সঙ্গে মেমারি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার করার পর তাকে মৃত ঘোষণা করেন। জানা যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন রামচন্দ্র মাহাতো। সদস্যর মৃত্যু সংবাদ পেয়ে উপস্থিত হয় মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিপ্লব কুমার পাল, সম্পাদক রামকৃষ্ণ হাজরা, সহ-সম্পাদক কুমার কান্তি রায়। মেমারি থানার পুলিশ হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।