জিরো পয়েন্ট নিউজ–পার্থসখা অধিকারী ও নূর আহামেদ, মেমারি,২৮ মে ২০২৪ :
মানবিক আদর্শের রূপরেখা -পরশপাথর, একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটির কর্মসূচি বিবিধ অর্থাৎ এর সদস্যগণ ঝালেও থাকেন আবার ঝোলেও থাকেন মানে স্বেচ্ছায়সেবা করতে গিয়ে এনারা যেমন অসহায়ের সহায় হয়ে ওঠেন আবার ঠিক তেমনি এরা মহাপুরুষগণের আদর্শে পথ চলতে গিয়ে তাঁদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেও ভোলেন না।
তাই তারা আজ মেমারি সংলগ্ন আমাদপুর গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতি বিজড়িত আমাদপুর উচ্চ বিদ্যালয়ে বাঙালির প্রাণের দুই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করলেন।
প্রায় ২০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজকের প্রতিযোগিতার বিষয়গুলি ছিল সংগীত, আবৃত্তি ও অংকন। প্রতিযোগিতার শেষে পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয় বিজয়ীদের হাতে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায় সমাজ সেবার পাশাপাশি বিগত ৪ বছর ধরে এই ধরনের অনুষ্ঠান করে আসছে পরশপাথর।