27/04/2024 : 5:44 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

গোবরডাঙ্গা ও হাবরা গ্রামীণ এলাকায় বনধে ব্যাপক সাড়া

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, গোবরডাঙ্গা,  ২৬ নভেম্বর, ২০২০:


সাত দফা দাবির ভিত্তিতে বামপন্থী গণ সংগঠনসমূহের ডাকা আজকে সারা ভারতব্যাপী ধর্মঘট গোবরডাঙ্গা এবং হাবরা গ্রামীণ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।সকাল বেলা থেকেই বনধের সমর্থনে আন্দোলনকারীরা রাস্তায় নামেন।অন্যান্য দিনের তুলনায় আজকের রাস্তাঘাটে গাড়ি-ঘোড়া সংখ্যা ছিল খুব কম। টোটো অটো চললেও তাতে যাত্রী ছিল না বললেই চলে।অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, কিছু দোকানপাট খোলা থাকলেও সেখানে ক্রেতার সংখ্যা প্রায় নগণ্য ছিল।গোবরডাঙ্গা,মসলন্দপুর, নকপুল বেড়গুম, জানা পুল, পায়রাগাছি সর্বত্র দোকানপাটের একই চিত্র।সমস্ত ব্যাংক পোস্ট অফিস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।ট্রেন চললেও ট্রেনের যাত্রীর সংখ্যা ছিল হাতে গোনা।

গোবরডাঙা স্টেশন চত্বরে আজকের বনধের আন্দোলনে নেতৃত্ব দেন সিপিআইএম এরিয়া কমিটির সদস্য আকবর মন্ডল, অশোক পাল, শংকর নন্দী,প্রদীপ রায় স্বপন সরকার কিশোর দাস প্রমুখ।মসলন্দপুর এর নেতৃত্বদেন এরিয়া কমিটির সদস্য জয়ন্ত রায়, ভোলা ব্যানার্জি, দীপক দে, পলাশ অধিকারী প্রমুখ।নকপুলে আন্দোলনে নেতৃত্ব দেন শিবপদ ঘোষ অনুপম ঘোষ প্রমুখ।এরকম জানা ফুল পায়রাগাছি তে নেতৃত্ব দেন এরিয়া কমিটির সদস্য শংকর পাল, জ্যোতি শংকর গাঙ্গুলী প্রমুখ।নেতৃত্ব দাবি করেছেন,এই ধর্মঘট সর্বাত্মক এবং স্বতঃস্ফূর্ত হয়েছে।

Related posts

মেমারি-মন্তেশ্বরের করোনা আক্রান্তের পাশে রেড ভলেন্টিয়ার

E Zero Point

অমানবিকতার চরম নিদর্শনঃ সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার রেল লাইনের ধারে

E Zero Point

সাতগেছিয়া বাজারে তৃণমূলের প্রতিবাদ মিছিল

E Zero Point

মতামত দিন