25/04/2024 : 9:43 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

ভাঁওতা নয় উন্নয়ন ও জনসংযোগ হলো আসন্ন ভোটে আমাদের হাতিয়ারঃ তৃণমূল মুখপাত্র প্রসেনজিত দাস

জিরো পয়েন্ট নিউজ – জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, বর্ধমান, ১৭ ডিসেম্বর, ২০২০:


ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই দলনেত্রী মমতা ব্যানার্জ্জীর মস্তিষ্ক প্রসূত জনসংযোগমূলক কর্মসূচি ‘বঙ্গধ্বনি যাত্রা’ -কে সফল করার জন্য বর্ধমান শহর তৃণমূল সভাপতি অরূপ দাস ও সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গী করে বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল মুখপাত্র প্রসেনজিত দাস। সঙ্গে থাকছে দশ বছরের সাফল্যের খতিয়ান।

১৬ ই ডিসেম্বর প্রসেনজিত বাবু সদলবলে ঘুরে বেড়ালেন শহরের ৩৪ নং ওয়ার্ডে। সঙ্গে ছিলেন শহর সভাপতি অরূপ দাস, মহিলা তৃণমূল সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, অর্পণ চ্যাটার্জ্জী সহ দলীয় নেতা-কর্মীরা। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার গত দশ বছর ধরে রাজ্য তথা বর্ধমান শহরের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছে তার তালিকা সংশ্লিষ্ট ওয়ার্ড বাসীদের সামনে তুলে ধরেন।
প্রসেনজিত বাবু বলেন – ভাঁওতা নয় উন্নয়ন ও জনসংযোগ হলো আসন্ন ভোটে আমাদের হাতিয়ার।

Related posts

মুর্শিদাবাদ সফরে এসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

E Zero Point

ভাতারে বিভিন্ন দল থেকে ৩০০ কর্মী যোগদান তৃণমূলে

E Zero Point

দুঃস্থদের খাবারের পরিবেশনের মাধ্যমে শিক্ষক দিবস পালন বর্ধমানে

E Zero Point

মতামত দিন