25/04/2024 : 6:47 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

২১তম জন্মদিনে ২১ জনকে নিয়ে দেহদান বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২ ফেব্রুয়ারি ২০২১:


সুদীপ্ত দাঁ। বাড়ি বর্ধমানের কলেজ মোড়ে। প্রস্তুতি নিচ্ছে ডাক্তারির এন্ট্রান্সের জন্য, সে সদ্য ২০ পেড়িয়ে পা দিল একুশে। ওকে শুভেচ্ছা , কিন্তু সে তার জন্মদিনে যে কাজটা করল তার জন্য স্যালুট ; তার ২১তম জন্মদিনে সে সহ তার ২১ জন বন্ধু ও শুভাকাঙ্খী মিলে দেহ ও অঙ্গ দানের অঙ্গীকার করল।

তরুণ বয়সে এই উদ্যোগ সাধুবাদ দাবী রাখে, পল্লিমঙ্গল সমিতির ব্যবস্থাপনায় এই উদ্যোগে সামিল হয় ২১জন যুব, বর্ধমান বিঞ্জানমঞ্চের অফিসে অনুষ্ঠানটি হয়। অঙ্গীকার পত্র তুলে দেওয়া হয় সরকার অনুমোদিত দেহদানের মাধ্যম পশ্চিমবঙ্গের জেলা অফিসে।

পল্লিমঙ্গল সমিতির তরফে সম্পাদক সন্দীপন সরকার জানান ” সাধারণত বয়স্কদের এই উদ্যোগে সামিল হতে দেখা যায়,কিন্তু যুবকদের মধ্যে এই উৎসাহ দেখে ভালো লাগল, তাই আমরাও এগিয়ে এলাম এবং আমি নিজে সহ সমিতির আরো ৭ জন সদস্যও এদিন অঙ্গীকার করে দেহদানের।

সুদিপ্ত দাঁ জানান “মৃত্যুর পর সমাজের কাজে নিজেকে টিকিয়ে রাখতেই জন্মদিনে এমন অঙ্গীকার করলাম, আমার এই উদ্যোগের পাশে বাকি ২০জন কে পেয়ে ভালো লাগছে”।

Related posts

জামালপুরে তৃণমূলের উদ্যোগে ত্রিপল ও খাদ্যসামগ্রী দান

E Zero Point

১৩৫৫ লিটার নামী কোম্পানির নকল ইঞ্জিন ওয়েল উদ্ধার মেমারিতে

E Zero Point

কালনা কলেজের অস্থায়ী কর্মচারীদের ৬ দিন ধরে অবস্থান বিক্ষোভ

E Zero Point

মতামত দিন