06/05/2025 : 9:43 PM
আমার বাংলা

ক্যান্সার চিকিৎসার নতুন ঠিকানা “মেডেললা ক্যান্সার কিওর সেন্টার”

জিরো পয়েন্ট নিউজ রাজকুমার দাস, কলকাতা, ২ ফেব্রুয়ারি ২০২১:


আগরপাড়ার বি টি রোডের ওপর তৈরি হলো নতুন ক্যান্সার চিকিৎসা কেন্দ্র “মেডেললা ক্যান্সার কিওর সেন্টার”এর।সম্প্রতি এই নতুন সেন্টারের কথা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের কথা সাংবাদিক সম্মেলন করে জানান সংস্থার কর্ণধার ডঃ রাজেশ জিন্দাল।সাথে উপস্থিত ছিলেন সমাজসেবী সুশীল কুমার আগারওয়াল সহ ডঃ অপূর্ব কাবাসী।

আপাতত ৫০শয্যার হলে ও প্রাথমিক ভাবে পনের টি বেড নিয়ে পথ চলা শুরু হয়েছে।ক্যান্সার এর যাবতীয় চিকিৎসা সুলভ খরচে করা হবে বলে ডক্টর জিন্দাল জানান।তিনি আরো বলেন ক্যান্সার মানে আতংকে র কিছু না,সঠিক সময়ে চিকিৎসা শুরু করা গেলে আর কিছু নিয়মাবলী মেনে চললে অনেকদিন সুস্থ থাকা সম্ভভ।চিকিৎসা বিজ্ঞানে এখন অনেকটাই আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন এই রোগের চিকিৎসা সেবা প্রদান করা অনেকটাই সহজ সরল হয়ে উঠছে,আগামীদিনে এর থেকে আমরা ঠিক মুক্তি পাবো বলে তিনি বিশ্বাসী।

Related posts

পুরুলিয়ায় শীতবস্ত্র প্রদান আঁচলের

E Zero Point

আমফানের জন্য সিপিআইএম-এর অর্থ সংগ্রহ খানা জংশনে

E Zero Point

গুসকরায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ

E Zero Point

মতামত দিন