19/04/2024 : 5:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গনাদনঘাটপূর্ব বর্ধমান

বৃষ্টির জলে বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন, নাদনঘাটে পথ অবরোধ

আলেক শেখ, কালনা, ২৩ জুলাইঃ


বৃষ্টির জলে বিস্তৃর্ণ জনবহুল এলাকা জলমগ্ন হয়ে পড়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। জলনিকাশী ব্যবস্থা সচল করার দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকালে নাদনঘাট থানার নসরতপুর গ্রাম পাঞ্চায়েতের জালুইডাঙ্গা ও গৌরাঙ্গপাড়া এলাকায়।  গ্রামবাসীদের অভিযোগ এই এলাকায় দীর্ঘদিন থেকেই জলনিকাশী ব্যবস্থা খুবই দুর্বল। ফলে বৃষ্টি একটু চেপে হলেই জল জমে যায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিডিওকে আবেদন-নিবেদন করেও কোন কাজ হয়নি। সম্প্রীতিকালে এই এলাকার উপর দিয়ে চলে যাওয়া এস টি কে কে সড়কের সম্প্রসারনের কাজ চলছে। এই কাজ করতে গিয়ে জালুইডাঙ্গা-গৌরাঙ্গপাড়ার জলনিকাশী কালভারটি ভাঙা পড়েছে। ফলে এলাকার জলনিকাশী ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে সমস্ত এলাকাটাই জলমগ্ন হয়ে পড়েছে। দুই গ্রামের প্রায় ১৫০ টি পরিবার জলবন্দি হয়ে পড়েছেন। তাঁদের পায়খানা-বাথরুম যাওয়া ও চলাফেরা করতে খুবই অসুবিধা হচ্ছে।  ফলে এদিন স্থানীয় বাসিন্দারা ক্ষোভে গৌরাঙ্গপাড়া মোড়ে এস টি কে কে সড়ক অবরোধ করেন। কিছুক্ষন অবরোধ চলার পর স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

Related posts

রাজ্যে প্রথম পঞ্চায়েতস্তরে দুর্গোৎসব কার্ণিভালে জনজোয়ার জামালপুরে

E Zero Point

প্রখর সূর্যের তাপকে মাথায় ভোটের প্রচার করলেন প্রার্থী

E Zero Point

পূর্বস্থলীতে বামপন্থী মহিলাদের জীবাণুমুক্ত কর্মসূচি

E Zero Point

মতামত দিন