26/04/2024 : 4:03 PM
আমার বাংলাউত্তর বঙ্গ

হলদিবাড়ি রেল স্টেশনে করা করোনা নিয়ে সচেতনতার বার্তা

জিরো পয়েন্ট নিউজ –অপু দেবনাথ, হলদিবাড়ি, ২০ এপ্রিল ২০২১:


রাজ্যে যেমন বাড়ছে রাজনৈতিক হিংসা তেমনি প্রাণ যাচ্ছে রক্তাক্ত হিংসাত্মক ঘটনায়, এদিকে পঞ্চম দফা নির্বাচন শেষ হতে না হতে রাজ্যে শুধু নয় দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকট অতি তীব্রতর। আর সেই কারণে হলদিবাড়ি রেল স্টেশনে করা সতর্কবার্তা জারি করেন রেল দপ্তর এর পক্ষ্যে থেকে।


মঙ্গলবার থেকে ভারতীয় রেল দপ্তর অন্যান্য স্টেশনের মতো হলদিবাড়ি রেলস্টেশনে মাস্কবিহীন রেলযাত্রীদের প্লাটফর্মে ওঠা ও যাতায়ত সম্পূর্ন নিষিদ্ধ করে দেওয়া হয়। রেলদপ্তর সেই সঙ্গে এই সতর্ক বার্তা অমান্য করলে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা হতে ও পারে , রেল মন্ত্রকের সূত্রে খবর ।
হলদিবাড়ি প্লাটফর্মে ঢোকার মুখে প্রতিটি যাত্রীকে  থার্মাল গান দিয়ে দেহের তাপ মাপা হয় সেই সঙ্গে প্রত্যেকের হাতে স্যানিটাইজার দেওয়া হয় । আর এই দায়িত্ব দেওয়া হয় একটি এন জি ও কে । এন জি ও কর্মীরা প্রত্যেকটি স্টেশনে এই কাজ করছেন বলে জানা যায়

Related posts

খড়ের পালুইয়ে আগুন লাগানোর অপরাধে মেমারিতে গ্রেপ্তার ১

E Zero Point

দুয়ারে সরকার শিবিরে কর্তব্যরত পুলিশ কর্মীদের সম্মাননা জ্ঞাপন

E Zero Point

বাইকে বাইকে সংঘর্ষ, আহত-৩

E Zero Point

মতামত দিন