30/01/2023 : 7:53 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

করোনার আতঙ্ক গ্রাস করেছে ভোটকর্মীদের মধ্যে

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২১ এপ্রিল ২০২১: 


আগামীকাল বৃহস্পতিবার ষষ্ঠ দফায় পূর্বস্থলীর উত্তর বিধানসভা কেন্দ্রে ভোট। তার আগে এদিন পূর্বস্থলীর দু নম্বর ব্লক কৃষক বাজারে ইতিমধ্যেই পৌঁছেছে দূরদূরান্ত থেকে আসা ভোটকর্মীরা।

ভোটের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা দেবেন তাঁরা ভোটকেন্দ্রের উদ্দেশ্যে, অনেকেরই মনে আতঙ্ক রয়েছে কোভিডের কারণে, ভোটকর্মীদের বক্তব্য এই খানে মানা যাচ্ছে না স্বাস্থ্যবিধি, কৃষক বাজারের ভেতরে হওয়া মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টারে সামাজিক বিধিকে লাটে তুলে উপচে পড়ছে ভিড়।

অনেকেরই মুখে নেই মাস্ক। পাশাপাশি শীতলকুচির ঘটনাও মনে আতঙ্ক গ্রাস করেছে ভোটকর্মীদের। একপ্রকার বলাই বাহুল্য একপ্রকার আতঙ্ক নিয়ে ভোটের কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা।

Related posts

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেমারি শাখা অসহায় মানুষের পাশে

E Zero Point

ইঞ্জিনিয়ারিং পাশ করে অভাবের তাড়নায় চায়ের দোকান খুলে বসলো এক যুবক

E Zero Point

মহা ষষ্ঠীর সকালে ভোরের আলো সংস্থার এক মানবিক উদ্যোগ

E Zero Point

মতামত দিন