28/03/2024 : 7:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনা টিকা নিতে এসে ফিরে গেলেন পাহাড়হাটী ব্লক প্রাথমিক হাসপাতাল থেকে

জিরো পয়েন্ট নিউজ অনন্যা পাল, সাতগেছিয়া, ২৭ এপ্রিল ২০২১:


মেমারি দু’নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রএ মঙ্গলবার করোনা টিকা নিতে এসে ফিরে গেলেন বহু সাধারণ মানুষ । হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আগের দিনই নোটিশ দেওয়া হয় করোনা টিকা করন বন্ধ থাকবে বলে । তাই নোটিশ দেখে ফিরে যেতে হল আগতদের ।

পাশাপাশি মেমারি দু’নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র করোনা টেস্ট চলছে প্রতি নিয়ত । মঙ্গলবার এই করোনা টেস্ট করা হয় ৪০ জনের বলে সূত্রের খবর। মেমারি দু’নম্বর ব্লকের বিএমওএইচ জানিয়েছেন এদিন অ্যান্টিজেন টেস্টে ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে । পাশাপাশি করোনার টিকা নিতে এসে ফিরে যান বহু মানুষ।

তবে মঙ্গলবার টিকাকরণ বন্ধ থাকার কারণে যারা টিকা নিতে আসেনি দিন তারা জানিয়েছেন টীকা না পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা । যদিও এই টিকাকরণ এর কাজ চলছে বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে । রাজ্যের পাশাপাশি জেলাতেও করোনার সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলেছে । তাই করো না স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা দিয়েছেন বিএমওএইচ ।

Related posts

বিনামূল্যে গাছতলায় শিক্ষাদান কালনায়

E Zero Point

গরিবের ‘ফুডম্যান’ মা-মাটি-মানুষের জন্য তৃণমূলে যোগদান সঙ্গে ৫৫০ জন কংগ্রেস কর্মী

E Zero Point

নারী দিবসে মেমারির নারীঃ পর্ব-১

E Zero Point

মতামত দিন