25/04/2024 : 9:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কিছুটা কমলো দৈনিক সংক্রমন বর্ধমানে, আজ ৩৪২

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১ মে ২০২১:


সপ্তাহের শুরুতে যে ভাবে প্রতিদিন করোনা পজিটিভের রিপোর্ট ৫০০ জনের উপর হচ্ছিল আজ সপ্তাহের শেষ দিনে কিছুটা হলেও কম হয়েছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার  বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৩৪২ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আজ ১ জনের মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৯১৪৭ জন। শনিবার পর্যন্ত জেলায় মোট ১৯৭ জনের মৃত্যু হয়েছে। ১৩৯৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ৪৯৭০ জন।

জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা এলকায় করোনা আক্রান্তের সংখ্যা:

আউসগ্রাম১ – ১১, আউসগ্রাম২ – ১৯, বর্ধমান পৌরসভা – ১০১, ভাতার -১৮, বর্ধমান১- ২৩, বর্ধমান২- ১০, দাঁইহাট পৌরসভা- ০, গলসী১ – ২৯, গলসী২ -২, গুসকরা পৌরসভা –  ৫, জামালপুর – ৬, কালনা পৌরসভা – ৩, কালনা১ – ৩, কালনা২ – ১,  কাটোয়া পৌরসভা – ৬, কাটোয়া১ – ৩, কাটোয়া২ – ৬, কেতুগ্রাম১ – ৬, কেতুগ্রাম২ – ৫, খন্ডোঘোষ – ৪, মন্তেশ্বর-১, মেমারি পৌরসভা – ৬, মেমারি১ -১২, মেমারি২ – ২,  মঙ্গলকোট – ৬, পূর্বস্থলী১ – ৯, পূর্বস্থলী২ – ৫, রায়না১ – ১২, রায়না২ – ৪, অন‍্যান‍্য জেলা – ২৪ জন আক্রান্ত হয়েছেন।

 

 

 

 

 

 

Related posts

পুজোর আগে ডেকোরেটর সংগঠনের রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক

E Zero Point

মেমারিতে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ সভা

E Zero Point

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন মেমারির অঙ্গনওয়ারি কর্মীরা

E Zero Point

মতামত দিন