17/04/2024 : 2:05 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

পেট্রো-পণ্যের মূল্য বৃদ্ধি প্রতিবাদে সাইকেলে করে অফিস এলেন বিধায়ক

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ৩ মে ২০২১:


ভোটে জেতার পর পেট্রোল-ডিজেলের দাম এর অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী।

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে তাই তিনি আর গাড়িতে চাপবেন না, তিনি অন্য কেউ নয় ভাতারের সদ্য জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মান গোবিন্দ অধিকারী।

আজ সকালে তিনি যখন দলীয় কার্যালয়ে আসছিলেন তখন সেরকমই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়।
তিনি তার বাড়ি থেকে দলীয় কার্যালয়ে আসেন সাইকেল চড়ে।
প্রশ্ন করতে তিনি জানান, কেন্দ্র সরকার দিনদিন পেট্রোল পণ্যের দাম যাচ্ছে তাতে করে আর চার চাকা বা দুচাকায় চাপা যাবেনা। আমাদের মত মধ্যবিত্ত যারা আছেন তারা কি করবেন সাইকেলে চেপে ঘুরবেন।
কেন্দ্র সরকারের এই পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি আমি তার প্রতিবাদ জানাই।

সবমিলে বিধায়কের এই সাইকেল চড়ে দলীয় কার্যালয়ে আশা সাধারণ মানুষ অন্য নজরে দেখছেন। সাধারণ গ্রামবাসী জানান আমাদের মান গোবিন্দ বাবু একদম সাদাসিধে লোক।
তিনি মাটির মানুষ সকলের সঙ্গে এই ভাবে মেলামেশা করেন। আশা করছি আগামী দিনে উনি ভাতারের মানুষের সঙ্গে থাকবেন।

 

Related posts

নির্বাচন কমিশনকে তুলোধনা হাইকোর্টের! করোনা আবহে ভোটের আয়োজনে গাফিলতি

E Zero Point

পুরুষের থেকে মহিলা ভোটার বেশি মেমারি বিধানসভায়

E Zero Point

জনগণের দ্বারা নির্বাচিত সরকার ও বিরোধীদের সম্মিলিত ভাবে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে

E Zero Point

মতামত দিন