25/04/2024 : 10:24 PM
আমার দেশ

ব্রিকস দেশগুলি জ্যোতির্বিদদের মধ্যে সহযোগিতা বাড়াতে গুরুত্ব নিয়েছে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২১ মে ২০২১:


ব্রিকস অ্যাস্ট্রোনমি ওয়ার্কিং গ্রুপ সভার সপ্তম বৈঠকে ব্রিকস ভুক্ত দেশ গুলির প্রতিনিধিরা জ্যোতির্বিদদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন।
২০২১-এর ২০ মে, ব্রিকস ভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদের নিয়ে ভারতে অনলাইন মোডে ব্রিকস অ্যাস্ট্রোনমি ওয়ার্কিং গ্রুপের সপ্তম সভা অনুষ্ঠিত হয়।

ভারতের পক্ষ থেকে পুনের আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স কেন্দ্র এবং ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এই বৈঠকে সমন্বয় সাধন করে। বৈঠকে গবেষক, শিক্ষাবিদ এবং সরকারি পর্যায়ে ৫০ জনেরও বেশি অংশগ্রহণ করেন।

ব্রিকস দেশগুলি থেকে যেসব প্রতিষ্ঠান অংশ নিয়েছিল তার মধ্যে রয়েছে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, পুনের ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স এবং ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, রাশিয়ান অ্যাক্যাডেমি অফ সাইন্সেসের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র, চীনের বিজ্ঞান একাডেমি, দক্ষিণ আফ্রিকার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি প্রভৃতি।
ভারত ২০২১-এর জানুয়ারি থেকে ব্রিকসের ‘প্রেসিডেন্সি’ গ্রহণ করেছে।

Related posts

ভারতের ব্যাঘ্র গণনা নতুন গিনেস রেকর্ড করেছে

E Zero Point

ই-গোপালা অ্যাপ –এর সূচনা করবেন প্রধানমন্ত্রী

E Zero Point

১১-১৪ এপ্রিল করোনা টিকা উৎসবঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

E Zero Point

মতামত দিন