29/11/2023 : 4:16 AM
আমার দেশ

৪৫ বছরে স্বপ্নপূরণঃ দক্ষিণেশ্বর রুপী মা কালীর প্রাণ প্রতিষ্ঠা সুরাতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, সুরাত,  ১৭ জুন ২০২১:


নিজের জন্মভূমি বাংলা থেকে কর্মভূমি গুজরাতের সুরাত শহরে ৪৫ বছর আগে কয়েকজন বাঙালি মিলে স্বপ্ন দেখেছিল কলকাতার দক্ষিণেশ্বরের কালীমন্দিরের ন্যায় একটি মন্দির প্রতিষ্ঠার। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজ সে স্বপ্ন পূরণ হয়েছে সুরাতে বসবাসকারী বাঙালি স্বর্ণকার সমাজ ও অন্যান্য বাঙালিদের প্রচেষ্টায়।

বুধবার গুজরাতের সুরাত শহরের পিপলোদ এলাকায় শ্রী শ্রী কালীমাতা মহিমা মন্দিরের প্রতিষ্ঠা সংকল্প পূজা সংগঠিত হলো। বৃহস্পতিবার দক্ষিণেশ্বর রুপী মা কালীর প্রাণ প্রতিষ্ঠার পূজা হবে বলে জানা যায়।

শ্রী শ্রী কালীমাতা পাবলিক চ্যারিটেবিল ট্রাস্ট (বাঙালী জুয়েলারী সমাজ) দ্বারা পরিচালিত শ্রী শ্রী কালীমাতা মহিমা মন্দিরের পক্ষ থেকে জানানো হয় যে, করোনা পরিস্থিতর কারণে গুজরাত সরকার নির্দেশিত সামাজিক স্বাস্থ্যবিধি মেনে পূজা সম্পন্ন করা হচ্ছে।

 

Related posts

প্রথমবার তেরঙ্গা পতাকা তুলেছিলো আজাদ হিন্দ বাহিনী

E Zero Point

কলকাতায় তৈরি সফ্টওয়্যার জানাবে করোনা আক্রান্ত রোগীর ভেন্টিলেটরের দরকার কিনা

E Zero Point

সুরক্ষার কারণে ভারতীয় সেনাপ্রধান এম এন নারাভানে দুদিনের নাগাল্যান্ড সফরে

E Zero Point

মতামত দিন