29/03/2024 : 6:54 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ চিমটি কেটে দাও


দীপঙ্কর বিশ্বাস


মনসা মঙ্গল থেকে যদি কথা তুলে আনি,
একবার বাড়াও শুধু বাম হাত —
শ্রমিক মহল্লায় যাই তোমার সাহস নিয়ে,
দাওনি দাওনি তুমি কিছুই আমারে সাথ!
যেটুকু পূজোর ডালি রেখেছিলে অন্তরে,
মিছিলের ক্লান্তপায়ের প্রেরণায় সেও থাকোনি !
স্লোগানের কথায় সোচ্চারে তুমি বও অন্যখাতে,
চাঁদসদাগরে বাধ্য বেহুলার একাগ্রতার ভেলায়।
বা হাতে ছুঁয়ে দিলেই পারতে আড় চোখে,
মৃত্যু উপহার এনে দিতে পেরেছ বার বার !
নিছিদ্র ঘরে তাও তুমিই মৃত্যুর কারণ;
বাম অলিন্দে ঠাঁই নেব, ভরা ভরা রেখে!
প্রকোষ্ঠ যতই ভরুক, বামপথ ছাড়ো আমায়,
জ্বালাও প্রদীপ জ্বলুক অস্তাচলের আলো।
প্রাণ প্রতিষ্ঠা হোক গলাপচা দেহে —
সরবে আমারে বামঘরে রেখো সেই হবে ভালো। ♦




দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Related posts

দৈনিক কবিতাঃ রোদ্দুর

E Zero Point

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

E Zero Point

দৈনিক কবিতাঃ তোমার বিরহে

E Zero Point

মতামত দিন