16/04/2024 : 3:03 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ মেঘলাযাপন


সুদেষ্ণা ব্যানার্জী


যত দূরে তাড়াই, ফিরে ফিরে আসে মেঘলা দুচোখে ঘুরে ফিরে;
ঝুপ করে রাত নামলেই মৃত জোনাকির পোড়া ডানায় ঘুম পাড়ি দেয় !
অবস স্মৃতিরা থমকে দাঁড়ায় তেমাথার মোড়ে; অবুঝ ওরা; ক্লান্তিহীন !
আলোর গর্তে সন্ধান করি রংমশাল মূহুর্তদের, যারা পুড়েও পোড়েনা, মিশেও মেশেনা;
তোর জন্য পেতে রাখা কলাপাতায় রোজ দুবেলা ভাত খায় কষ্টেরা, খুব নীরবে !
তুই কি তবে মেঘ রোদ্দুর লুকোচরীর সাক্ষী হয়েই থাকবি?
অবিচল? অসম্পৃক্ত?
জানিস ! আজও তেপান্তরের মাঠ পেরোলেই রেলগাড়ীর মতো পেড়িয়ে যাস তুই ;
আর আমি সেই থেমে থেকে যাই শেষ স্টেশনে, যেখানে থাকে একলাঘুমের কলোরব!
না হয় এই বরাদ্দ ধরে নিয়ে বসে থাকবো নিজের বানানো পৃথক দ্বীপে, নিশ্চিন্তে;
তুইও জানিস ফিরে গেলে আর ফিরিনা চেনা গলিতে, চেনা পাড়ায়, ওই ঘরটায়;
তাই এখন থেকে ঠিকানা হবে কঠিন ধূলো মাখা অবশেষ পাতায়, শক্ত মলাটের নীচে।♦




দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Related posts

আপনি কি লেখক? পাবেন মাসে ৫০ হাজার টাকা বৃত্তি – জেনে নিন কি ভাবে

E Zero Point

দৈনিক কবিতাঃ স্বপন-প্রহর

E Zero Point

দৈনিক কবিতাঃ আমি আসবো…….

E Zero Point

মতামত দিন