23/04/2024 : 1:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানশক্তিগড়

দামোদরদেব বাবা মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্যে সামাজিক কর্মসূচী বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – অর্ঘ্য ব্যানার্জি, শক্তিগড়, ১৪ অগাষ্ট ২০২১:


বড়শুল কালিনগরের গ্রামের বিকাশ সাঁতরা ও স্বপনকুমার ধারার উদ্যোগে শুক্রবার পূর্ব বর্ধমান সদর ২ বড়শুল কালী নগরে দামোদর দেব বাবা মন্দির দ্বারোদঘাটন করা হয়। মন্দির দ্বারোদঘাটনের দিনই মন্দিরের পাশে হাই মাদ্রাসা নিকটস্থ একটি লাইট অফ উদ্বোধন হয়।

দামোদর দেব বাবার পুজো উপলক্ষে দুস্থ প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দুস্থদের কম্বল, ছোটদের স্কুলের ব্যাগ, জামা প্যান্ট, বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারদের ত্রিপল, বিধবাদের সাদা শাড়ি তুলে দেন তুলে দেন উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক।

বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বৈকন্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি ও পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সৌভিক পান ও বৈকন্ঠপুর এক নম্বর অঞ্চল সভাপতি আজাদ রহমান ও ও বিশিষ্ট মানুষজন ও বড়শুল কালিনগরের গ্রামের বাসিন্দারা।

Related posts

মেমারির কেন্নাতে কৃষক সভার কমিউনিটি কিচেন

E Zero Point

চলন্ত ভলবো বাস থেকে গরু ছিটকে পড়ল মেমারির রাস্তায়

E Zero Point

ভাতারে করোনা যুদ্ধে জয়লাভ করলো দুই বছরের শিশু

E Zero Point

মতামত দিন