জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৪ অগাষ্ট ২০২১:
আগামী রবিবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেমারি শহর জুড়ে স্পেশাল বাইক চেকিং চলছে।
মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নির্দেশে গত বৃহস্পতিবার ও শুক্রবার মেমারি বামুন পাড়া মোড় ও চকদিঘী মোড় থেকে ৫০ টি বাইক আটক করা হয়।
জানা গেছে যে, নাম্বার প্লেট বিহীন বাইক গুলি কে আটক করা হয়েছে। অভিযান চলাকালীন পুলিশ অফিসার জয়দেব দে, বুদ্ধদেব ঘোষ, ত্রিদিব রাজ উপস্থিত ছিলেন।
নাম্বার প্লেট কেন লাগালো হয়নি ও রেজিষ্ট্রেশন কেন করা হয়নি সেই জিজ্ঞাসাবাদ করার পর এই বাইকগুলি আটক করা হয়েছে বলে জানা যায়।