30/11/2022 : 8:23 AM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ৮০ তম বর্ষের খুঁটি পুজো, এবারের থিম “খেলা হবে”

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৯ অগাষ্ট ২০২১:


১৯৪১ সালে পথ চলা শুরু করা এই পুজো এইবার পা দিল ৮০ বছরে। কোভিড আবহে অনাড়ম্বর ভাবে এইবারের খুঁটি পুজো অনুষ্ঠিত হল। কোনো অতিথি ছাড়াই শুধুমাত্র ক্লাবের গুটি কয়েক সদস্য ও কর্মকর্তা কে নিয়ে উদযাপিত হয়।

পুজো কমিটির তরফে মৃণাল কান্তি কোলে জানান, কোভিড পরিস্থিতিতে বাজেটে কাটছাঁট করা হয়েছে, কারণ স্পনসরশীপের অবস্থা খুব খারাপ আগের বছরের তুলনায় আরো।

সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার জানান এই বারের থিমের নাম “খেলা হবে” , করোনাসুর কে হারিয়ে মা দুর্গার খেলায় জেতার খেলা হবে এইবার এই আশায় বুক বাঁধছে ও থিমে ফুটিয়ে তুলছে পল্লিমঙ্গল সমিতির সদস্যরা।

 

Related posts

শ্রীরামপুর পঞ্চায়েত এলাকা জুড়ে তপশিলি সংলাপের প্রচার

E Zero Point

বর্ধমান জেলা আদালত সপ্তাহে ২ দিন খোলা থাকবে

E Zero Point

কান্দিতে ভারত বনধের সমর্থনে পথসভা ও পদযাত্রা

E Zero Point

মতামত দিন